হিলি স্থলবন্দরে ৮দিন আমদানি রপ্তানি বন্ধ

সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে টানা আট দিন পণ্য আমদানি রফতানি বানিজ্য কার্যক্রম বন্ধ ঘোষনা করেছে ভারতীয় ব্যবসায়ীরা। তবে সরকারি ছুটি ব্যাতিত বন্দরের কার্যক্রম খোলা থাকবে বলে জানিয়েছে বন্দর কতৃপক্ষ। এছাড়া হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দুদেশের মাঝে যাত্রী পারাপার চালু থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেশন কতৃপক্ষ।
হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, আগামী ১লা অক্টোবর থেকে সনাতন হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হবে। ভারতে সড়কের উপরে অনেক প্রতিমা নির্মানের কারনে পণ্য রফতানি কার্যক্রম ব্যাহত হয়।
এ কারনে শারদীয় দুর্গাপুজা নির্বিঘ্নে উদযাপনের জন্য ভারতের হিলি এক্সপোটার্স এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আ্যসোসিয়েশনের পক্ষ থেকে আহবায়ক অশোক কুমার স্বাক্ষরিত একটি পত্র দিয়ে আগামীকাল ৩০ সেপ্টেম্বর শুক্রবার থেকে শুরু করে ৭ অক্টোবর শুক্রবার পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে সমস্ত রকম আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন।
৮ অক্টোবর শনিবার থেকে পুনরায় বন্দর দিয়ে দুদেশের মাঝে সমস্ত রকম পণ্য আমদানি রফতানি কার্যক্রম চালু হবে বলে সেই পত্রে জানানো হয়েছে। সে মোতাবেক বন্দর দিয়ে টানা আট দিন আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন,দুর্গাপূজা উপলক্ষ্যে শুধুমাত্র সরকারি ছুটির দিন ব্যাতিত বন্দরের সকল কার্যক্রম খোলা থাকবে। এসময়ে ব্যবসায়ীরা চাইলে তাদের আমদানিকৃত পণ্য বন্দর থেকে খালাস নিতে পারবেন।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি মো.বদিউজ্জামান বলেন, হিলি ইমিগ্রেশেন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রমের কোন বন্ধ নেই। পুজাসহ সকল দিনই যথারীতি দুদেশের মাঝে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
এএজেড
