পঞ্চম দিনেও নিখোঁজদের সন্ধানে করতোয়ায় অভিযান
পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নে করতোয়া নদীর আউলিয়া ঘাটে নৌকাডুবির ঘটনায় পঞ্চম দিনেও ভোর ৫টা থেকে নিখোঁজদের সন্ধানে অভিযান শুরু করেছে ফায়ার কর্মী ও ডুবুরি দল।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে নৌকাডুবিতে নিখোঁজ তিন ব্যক্তির সন্ধানে ফায়ার কর্মীরা অভিযানে নামলেও এখন পর্যন্ত কাউকে উদ্ধার করতে পারেননি।
গতকাল বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকাল পর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও স্থানীয়রা।
নৌকাডুবিতে ৬৯ জনের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে করতোয়া নদীর আউলিয়া ঘাটের বাতাস।
এদিকে লাশের খোঁজ করতে মাড়েয়া বামন হাট ইউনিয়ন পরিষদের হেল্প ক্যাম্পে ভিড় করছেন নিখোঁজদের স্বজনরা। উদ্ধার হওয়া লাশের ছবি টানানো হয়েছে ক্যাম্পে।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর কুমার রায় জানান, এখন পর্যন্ত ৬৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরও তিন জন রয়েছে। একজন উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলতে থাকবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মহালয়া পূজা উপলক্ষে মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটে করতোয়া নদী নৌকা দিয়ে পার হতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে।
আরএ/