অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর অবস্থান
রংপুর বিভাগের নদ-নদী রক্ষাসহ দখল ও দূষণমুক্তকরণ, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপ করে কঠোর অবস্থান নিয়েছে নদী রক্ষা কমিটি। মঙ্গলবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এতে নদী রক্ষায় যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ ও আর্থ-সামাজিক উন্নয়নে নদীসমূহের বহুমাত্রিক ব্যবহার নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়। সভায় বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলাম সভাপতিত্ব করেন।
বক্তব্য রাখেন পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল আলিম মাহমুদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইব্রাহিম খান, মেট্রোপলিটন পুলিশ পুলিশ কমিশনার নুরেআলম মিনা, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোহাম্মদ ফজলুল কবীর, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।
সভায় আট জেলার জেলা প্রশাসক সহ নদী রক্ষা কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। সভায় কমিটির সদস্যরা বিভাগের ৮ জেলরে নদ-নদীসমূহকে দূষণ ও দখলমুক্তকরণ, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের পক্ষে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এএজেড