কাঁচামরিচর দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা
বেশ কিছুদিন ধরে স্থিতিশীল অবস্থায় থাকার পরে আবারো সরবরাহ কমের অজুহাতে দিনাজপুরের হিলিতে কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা করে। দুই দিন পূর্বে ও হিলিতে খুচরা বাজারে কাঁচামরিচ দাম ছিলো ৩০ টাকা পাইকারিতে ছিলো ২৫ টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হয়েছে। আজ তা বেড়ে বিক্রি হচ্ছে পাইকারি ৬০ টাকা খুচরাতে ৬৫ টাকা দরে। দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিন্ম আয়ের মানুষজন।
হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা শুভ রায় বলেন, বাজারে কোন পণ্যের দামের উপর নিয়ন্ত্রন নেই যে যেমন পাড়ছে দাম বাড়াচ্ছে। গতকালকে যে কাঁচামরিচ ৩০ টাকা কেজি কিনেছি আজ সেই কাঁচামরিচ ৬০ টাকা হয়ে গেলো। কেজিতে ৩০ টাকা বেড়ে গেছে এভাবে যদি দাম বাড়ে তাহলে আমরা সাধারন মানুষ চলবো কিভাবে। বাধ্য হয়ে ক্রয়ের পরিমান কমিয়ে দিয়েছি যেখানে কেজি কিনতাম এখন সেখানে হাফকেজি বা আড়াইশো গ্রাম কিনছি চলতে তো হবে আমাদের।
হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, বেশ কিছুদিন ধরে কাঁচামরিচের দাম স্থিতিশীল ছিল। সম্প্রতি গতকয়েকদিন ধরে আশেপাশের এলাকায় বৃষ্টি,রোদ হবার কারনে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচামরিচের গাছ গুলো মরে যাচ্ছে ও ফুলগুলোনষ্ট হয়ে যাচ্ছে।
আবার অনেক অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার কারনে কাঁচামরিচের ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হওয়ায় মোকামে কাঁচামরিচের সররবাহ ঘাটতি দেখা দিয়েছে। বাজার স্বাভাবিক হলে দাম কমে আসবে। এসব কাঁচামরিচ বগুড়া, নওগাঁ সহ বিভিন্ন এলাকা থেকে নিয়ে এসে বিক্রয় করি।
এএজেড