রংপুর জেলা আওয়ামী লীগের কমিটির উপদেষ্টা বহিস্কার
রংপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু মনোনয়ন প্রত্যাহার না করায় দলীয় সকল পদ থেকে তাকে বহিষ্কার করেছে রংপুর জেলা আওয়ামী লীগ। তিনি জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ।
রংপুর জেলা আওয়ামীলীগের দলীয় সূত্রে জানা যায়, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পদে থাকা বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুকে জেলা আওয়ামী লীগের নেতারা জেলা পরিষদের সরে দাঁড়ানোর অনুরোধ করেন। কিন্তু শেষ পর্যন্ত শেষ দিনে তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেননি। এই নির্বাচনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস আহমেদের সাথে তিনি প্রতিদ্বন্ধিতা করবেন।
বিদ্রোহী প্রার্থী মোছাদ্দেক হোসেন বাবলু নির্বাচন করার সিদ্ধান্তে অনঢ় থাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ সভা করে তাকে দল থেকে বহিস্কার ঘোষণা করেছে। জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সিটি করর্পোরেশনের ৪৪ জন কাউন্সিলর সহ আমরা সভা করে বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বহিষ্কার করেছি। মোছাদ্দেক হোসেন বাবলু এর আগে রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ও যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ বলেন, জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ সভা করে বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বহিস্কার করা হয়েছে। তিনি রংপুর জেলা আওয়ামীলীগের কমিটির উপদেষ্টা মন্ডলীর ৭ নম্বর সদস্য ছিলেন।
এএজেড