জীবনের নিরাপত্তা চেয়ে আওয়ামী লীগ নেতার জিডি
রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন। রবিবার রাতে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। এই আওয়ামী লীগ নেতা নিজেই সাংবাদিকদের জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।
রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল দাবি করেন, চলতি বছরের শেষে রংপুর সিটি করর্পোরেশনের নির্বাচন হবার কথা রয়েছে। যদিও এখনও তারিখ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। আমি দীর্ঘদিন থেকে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে পুরো রংপুর সিটি করর্পোরেশনের ৯১৫টি মহল্লায় গণসংযোগ, সমাবেশ ও বৈঠক করে যাচ্ছি।
আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমার ওপর হামলা চালিয়ে জানমালের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করছি। প্রতিদিনই জনসংযোগ করে এবং দলীয় কাজ শেষে বাসায় ফিরতে দেরি হয়ে যায়। কোনও কোনও সময় রাত ১টারও বেশি হয়ে যায়। এ অবস্থায় আমার ওপর হামলা হতে পারে এমনি আশঙ্কা থেকেই জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছি।
রংপুর মেট্রেপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এএজেড