পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় নিহত বেড়ে ৩০
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়েছে। বিভিন্ন স্থান থেকে আরও ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩০ জনে।
সোমবার (২৬ সেপ্টম্বের) সকালে বোদা উপজেলা থেকে ২ জন, দেবীগঞ্জ উপজেলা থেকে ২ জন ও দিনাজপুরের খানসামা এলাকা থেকে ১ জনের মরদেহ উদ্ধার করা হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায়, দেবীগঞ্জ থানার ডিউটি ডিউটি অফিসার সোহেল রানা, খানসামা থানার ওসি চিত্তরঞ্জন ও বোদা ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা শরিফুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে এ ঘটনায় রাতে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দ্বীপংকর রায়কে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এসআইএইচ