ছাত্রলীগের ছয় নেতার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ সম্পাদকের দেওয়া অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। গত ১৯ সেপ্টেম্বর কুষ্টিয়া মডেল থানায় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ সম্পাদক নওরিন রহমান (১৯) কর্তৃক ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েক জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগের প্রেক্ষিতে আজ বুধবার (২১ সেপ্টেম্বর) কুষ্টিয়া মডেল থানা পুলিশ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা নথিভুক্ত করে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
অভিযুক্তরা হলেন- জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ফারদিন সৃষ্টি (২২), জেলা ছাত্রলীগের সদস্য মোহাম্মদ হৃদয় (২৪) ও মুহায়মিনুল মিরাজ (২৩), রেফাউল ইসলাম (২২), শাকিল আহমেদ তুষার (২৮) এবং মো. রাহাতুল ইসলাম (২১)।
অভিযোগ সূত্রে জানা যায়, মোহাম্মাদ হৃদয় ফেসবুক আইডি "মোহাম্মদ হৃদয় (Iridoy)', মুহায়মিনুল মিরাজ ফেসবুক আইডি 'Mohaiminul Miraz (scorpio dvetor)', রেফাউল ইসলাম ফেসবুক আইডি 'Refaul Islam (Rifu)' শাকিল আহামেদ তুষারফেসবুক আইডি “Shakil Ahmed Tusher (শিকদার), ফারদিন সৃষ্টি ফেসবুক আইডি 'Fardin Srishti' মো. রাহাতুল ইসলাম ফেসবুক আইডি 'মো. রাহাতুল ইসলাম'সহ আরও কয়েকজন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ সম্পাদক নওরিন রহমানের কিছু একান্ত ব্যক্তিগত আপত্তিকর ছবিউক্ত উল্লেখিত ছাত্রলীগের নেতারা তাদের ফেসবুক আইডিতে আপলোড করে।
লিখিত অভিযোগে ওই নারী নেত্রী জানান, তাকে হেয় পতিপন্ন করার উদ্দেশ্যে অভিযুক্তরা তার একান্ত ব্যক্তিগত কিছু আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। এর প্রেক্ষিতে ওই নারী নেত্রী গত ১৯ সেপ্টেম্বর কুষ্টিয়া থানায় একটি অভিযোগ দেন। বিষয়টি আমলে কুষ্টিয়া মডেল থানা পুলিশ বুধবার বিকালে পর্নোগ্রাফি আইনে মামলা নথিভুক্ত করে।
এদিকে বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কুষ্টিয়া শহরের এনএস রোডস্থ বঙ্গবন্ধু সুপার মার্কেটের জেলা ছাত্রলীগের কার্যালয়ে কুষ্টিয়া জেলা ছাত্রলীগ ও কুষ্টিয়া শহরের বড় বাজার এলাকার একটি রেস্টুরেন্টে ওই নারী নেত্রী একই সময় একে অপরের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে পাল্টাপাল্টি সাংবাদিক সম্মেলন করেন। এ সময় ওই নারী নেত্রী বিচার না পেলে আত্মহত্যার হুমকিও দেন। এর মধ্যের বিকালে ওই নারী নেত্রীর অভিযোগ মামলা হিসেব নথিভুক্ত করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।
এএজেড