কুষ্টিয়ায় অস্ত্র মামলায় যুবকের ১০ বছর কারাদণ্ড
কুষ্টিয়ার দৌলতপুর থানার একটি অস্ত্র মামলায় এক যুবকের ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ রায় দেন কুষ্টিয়ার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালত ও স্পেশাল ট্রাইবুনাল-২ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম।
কারাদণ্ডপ্রাপ্ত মো. লিটন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহিরমাদি পূর্বপাড়া এলাকার মো. মকবুল সরদারের ছেলে।
আদালত সূত্রে জানা যায়,গ্রেপ্তারি পরোয়ানার আসামিকে ধরতে ও মাদকদ্রব্য উদ্ধার করতে ২০১৮ সালের ৩০ জুলাই কুষ্টিয়ার দৌলতপুর থানা এলাকার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দৌলতপুর থানা পুলিশের একটি দল। উপজেলার বাহিরমাদি পূর্বপাড়া এলাকার রোকনুজ্জামানের দোকানের সামনে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে রাস্তা দিয়ে হেঁটে আসা দুই যুবক পালানোর চেষ্টা করে। এর মধ্যে এক যুবক পালিয়ে যায়। এ সময় পুলিশ মো. লিটনকে আটক করে তার দেহ তল্লাশি করে পরনের ট্রাউজারের পকেট থেকে ১টি কালো রংয়ের বিদেশি পিস্তল,৪ রাউন্ড গুলিও ২টিম্যাগজিন উদ্ধার করে পুলিশ। পরে দৌলতপুর থানার উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম বাদী হয়ে দৌলতপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ পরিদর্শক গৌতম কুমার মন্ডল।
এ ব্যাপারে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের কৌসুলি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, দৌলতপুর থানার অস্ত্র মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ, স্বাক্ষ্য প্রমাণ শেষে প্রমাণিত হওয়ায় আসামি মো. লিটনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
এসআইএইচ