ভরা মৌসুমেও নাগালের বাইরে ইলিশ
ইলিশের ভরা মৌসুম চললেও দাম চড়া। ফলে রুপালি ইলিশের ধারে কাছেও ভিড়তে পারছেন না সাতক্ষীরার মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা।
ব্যবসায়ীরা বলছে, বাজারে সব পণ্যের দাম বেশি। এর প্রভাব পড়েছে মাছের বাজারেও। মোকাম থেকে বেশি দামে কেনা ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দাম কিছুটা বেশি।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা বড়বাজারে গিয়ে দেখা যায়, দুই কেজি ওজনের ইলিশ কেজিপ্রতি ২ হাজার টাকা, দেড় কেজি ওজনের ইলিশ ১৬০০ টাকা, এক কেজি ওজনের ইলিশ সাড়ে ১২০০ টাকা ও ৫০০ গ্রামের বেশি ওজনের ইলিশ ৭০০- ১০০০ টাকা এবং ৫০০ গ্রামের কম ওজনের ইলিশ কেজিপ্রতি বিক্রি হচ্ছে সাড়ে ৫০০- ৭০০ টাকায়।
বড়বাজারে মাছ কিনতে আসা আজিজুর রহমান নামে এক ক্রেতা বলেন, এ বছর ইলিশের দাম আকাশছোঁয়া। দামের কারণে মাছটি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। অথচ বর্ষাকালে ইলিশের দাম ছিল ক্রেতাদের নাগালে। মাইকিং করে বাজারে মাছ বিক্রি করা হতো। কিন্তু এ বছর ভরা মৌসুমেও ইলিশ জোটেনি অনেকের ভাগ্যে।
সুমন হোসেন নামে আরেক ক্রেতা বলেন, এখন ইলিশের মৌসুম। দাম কিছু কম হবে আশা করেই বাজারে এসেছিলাম। কিন্তু নাগালের বাইরে। বড় ইলিশের কেজি ১০০০ থেকে ১২০০ টাকা। ছোট সাইজের ইলিশও ৮০০ টাকা কেজি। এত বেশি দামে ইলিশ মাছ খাওয়া সম্ভব নয়।
এসজি