সীমান্তে মিয়ানমারের মর্টার শেলে নিহত ১, আহত ৫
ফাইল ছবি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মিয়ানমারের ছোড়া মর্টার শেল বিস্ফোরণে মোহাম্মদ ইকবাল (২৮) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রোহিঙ্গা কমিউনিটির নেতা দিল মোহাম্মদ।
তিনি জানান, সন্ধ্যার পর থেকে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি, মর্টার শেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাত ৮টার দিকে শূন্যরেখায় রোহিঙ্গাদের ক্যাম্পে এসে পড়ে দুটি মর্টার শেল। এতে ঘটনাস্থলে মো. ইকবাল নামে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পাঁচজন। আহতদের মধ্যে চারজনকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘুমধুম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ জানান, বিভিন্ন সূত্রে জানতে পারি মিয়ানমার সীমান্তে সশস্ত্র বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর সংঘর্ষ চলছে। সংঘর্ষে গুলি ছাড়াও মর্টার শেলের মতো ভারী অস্ত্র ব্যবহৃত হচ্ছে। রাত ৮ টার দিকে তুমব্রু সীমান্তে মিয়ানমারের মর্টার শেলে একজন রোহিঙ্গা নিহত হয়েছে এবং শিশুসহ আহত হয়েছে আরও চারজন।
তবে এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশসহ সংশ্লিষ্ট কারও বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত ২৮ আগস্ট বিকাল ৩টার দিকে মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি মর্টার শেল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের উত্তরপাড়া এলাকায় এসে পড়ে। পরে গত ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় আরও দুটি মর্টার শেল পড়ে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
এসজি