সীতাকুণ্ডে বিস্ফোরণ: আরও ২ জনের মরদেহ শনাক্ত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে নিহতদের মধ্যে আরও ২ জনের মরদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
তারা হলেন- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার শাহজাদপুর গ্রামের মো. জুয়েল রানা (৩১) ও হাতিয়া উপজেলার সিরাজপুর গ্রামের মো. মাঈন উদ্দিন (২৩)।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমে ২ জনের লাশ শনাক্ত হয়েছে। এ নিয়ে ৫১ জনের মধ্যে ৩৯ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আরও ১২ জনের লাশ শনাক্তের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড থেকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় মোট ৫২ জনের মৃত্যু হয়েছে। আর আহত হন প্রায় দুই শতাধিক।
এসজি
