জেলা পরিষদ নির্বাচন
সাতক্ষীরায় মনোনয়নপত্র জমা দিলেন ৪০ প্রার্থী
আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থীসহ ৪০ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা জেলা পরিষদ নির্বাচনের রির্টানিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেন।
জেলা নির্বাচন ও সহকারী রিটানিং কর্মকর্তা ফারাজী বেনজির আহমেদ ৩টি পদের বিপরীতে মোট ৪০ জন প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, চেয়ারম্যান পদে ২ জন, ৩টি সংরক্ষিত নারী ওয়ার্ডে সদস্য পদে ১১ জন ও ৭টি সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ২৭ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। এবারের নির্বাচনে জেলার ১ হাজার ৬১ জন ভোটার আগামী ১৭ অক্টোবর ইভিএমে ভোট দেবেন।
এসজি