কারাগারে বসে আসামির এসএসসি পরীক্ষা

কক্সবাজারে কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিয়েছে এক পরীক্ষার্থী। নয়ন শর্মা নামের ওই পরীক্ষার্থী মাদক মামলার আসামি। তাকে চট্টগ্রামের সাতকানিয়া থেকে ইয়াবাসহ আটক করা হয়েছিল। এরপর থেকে কারাগারেই বন্দী আছে নয়ন।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) জেলা কারাগার থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় নয়ন শর্মা।
কক্সবাজার জেল সুপার মোস্তফা কামাল বলেন, নয়ন শর্মা চট্টগ্রাম জেলা কারাগারে দীর্ঘদিন বন্দী ছিল। এসএসসি পরীক্ষা দিতে আবেদন করে সে। জেলা প্রশাসন তার আবেদন গ্রহণ করে। এরপর বুধবার সন্ধ্যায় তাকে চট্টগ্রাম থেকে কক্সবাজার আনা হয়। অল্প সময়ের মধ্যে তার জন্য বিশেষ একটি পরীক্ষা হল প্রস্তুত করা হয়। বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ে কারাগারে বসে পরীক্ষা দেয় নয়ন।
এর আগে সকালে তার জন্য প্রশ্নপত্র ও খাতা নিয়ে আসেন একজন শিক্ষক। তার সঙ্গে পুলিশ সদস্য ছিলেন। নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা শেষ করে নয়ন।
নয়ন টেকনাফ পাইলট স্কুলের শিক্ষার্থী। ইয়াবা নিয়ে আটকের পর চট্টগ্রাম কারাগারে বন্দী ছিল। আবেদনের প্রেক্ষিতে কক্সবাজার জেলা কারাগারে পরীক্ষা দেওয়ার সুযোগ পেল সে।
এসজি
