পঞ্চগড়ে মনোনয়নপত্র জমা দিলেন ৩৩ প্রার্থী

আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থীসহ মোট ৩৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা জেলা পরিষদ নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জহুরুল ইসলাম এবং সহকারী রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীরের কাছে তাদের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
এর মধ্যে জেলার ৫ উপজেলার ৫টি সাধারণ সদস্য পদে ২৩ জন ও ২টি সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ১৭ অক্টোবর জেলার ৩টি পৌরসভা ও ৪৩টি ইউনিয়ন পরিষদের ৬১২ ভোটার ইভিএমের মাধ্যেমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এসজি
