চট্টগ্রামে এসএসসি পরীক্ষার্থী দেড় লাখ, ছাত্রীর সংখ্যা বেশি
সারা দেশের ন্যায় চট্টগ্রামেও এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে আজ (১৫ সেপ্টেম্বর)। বেলা ১১টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্যে দিয়ে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল।
চট্টগ্রাম বোর্ড সূত্রে জানা যায়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার ১ লাখ ৫০ হাজার ৬৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। যার মধ্যে ৮১ হাজার ৬৪৫ জন ছাত্রী আর ছাত্র ৬৮ হাজার ৪২১ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা বেশি।
এবার পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে দুই ঘণ্টা। বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ১টায় পরীক্ষা শেষ হবে। এ ছাড়া পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার মোট পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়েছে ৩০ হাজার ৪৪৩ জন। মানবিক বিভাগ থেকে অংশ নিয়েছে ৫৯ হাজার ২৬৬ জন। আর ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এবার পরীক্ষার্থীর সংখ্যা ৬০ হাজার ৩৫৭ জন। এবার ১ হাজার ৯২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২১৩টি কেন্দ্রে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে।
এসজি