হিলিতে পেয়াজের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা

চাহিদার তুলনায় আমদানি কমায় দিনাজপুরের হিলিতে দুই দিনের ব্যবধানে ভারতীয় পেয়াজের দাম বেড়ছে কেজিতে ৫ টাকা। দুই দিন আগেও হিলিতে ইন্দোর জাতের পেয়াজ বিক্রি হয় ১৭ থেকে ১৮ টাকা বর্তমান দাম বেড়ে ২২ থেকে ২৩ টাকা। দাম বেশি হওয়াতে বিপাকে পড়েছে সাধারণ ক্রেতা।
হিলি বাজারে পেয়াজ কিনতে আসা আতিকুল রহমান বলেন, আমাদের হোটেল আছে হোটেলে প্রতিদিন রান্নার কাজে পেয়াজ দরকার হয়। আজ পেয়াজ কিনতে এসে শুনি দাম কেজিতে ৫ টাকা বাড়ছে দাম বাড়ায় সমস্যা পড়েছে। দাম বৃদ্ধির কারণে এখন কিছুটা পেয়াজ কম কিনতে হচ্ছে আগে পেয়াজ কিনতাম ৪/৫ কেজি এখন তা কিনতে হচ্ছে ২/৩ কেজি। দাম কমলে আমাদের ভালো হয়।
হিলি বাজারে পেয়াজ বিক্রেতা আবু তাহের বলেন,কিছুদিন দাম কম থাকার পর হঠাৎ করে ভারত থেকে পেয়াজ সরবারহ কমের কারণে দাম বেড়েছে। ডলার দাম উঠানামা কারণে পেয়াজের দাম বেশি।এজন্য বেশি দামে পেয়াজ কিনতেছি বেশি দামে পেয়াজ বিক্রি করছি।আবার সরবারহ বাড়লে দাম কমে যাবে।
এএজেড
