খুলনায় কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় ঝুলন্ত অবস্থায় এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে মিস্ত্রিপাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত শিক্ষার্থীর নাম স্বপ্নময় সাহা। তিনি প্রফেসর রোকন উদ্দিন সড়কের সৈয়দ মোফাজ্জল হোসেনের ভাড়াটিয়া সত্যজিৎ সাহার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্বপ্নময় সাহা সুন্দরবন কলেজের ইকোনমিক্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। ইকোনমিক্স’র একটি সাবজেক্টে খারাপ রেজাল্ট করায় বাবা-মা তাকে বকবকি করে। এরপর পরিবারের সকলের সঙ্গে কথা বন্ধ করে দেয়। এরপর মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দিকে পরিবারের সকলের অজান্তে বাথরুমের শাওয়ারের সাথে গামছা পেচিয়ে আত্মহত্যা করে। রাতেই পরিবারের লোকজন টের পেয়ে বাথরুম থেকে লাশ নামিয়ে বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে পুলিশে খবর দেয়। পুলিশ লাশের সুরাতহাল রির্পোট প্রস্তুত করে মর্গে প্রেরণ করে।
ওই বাড়ির মালিক সৈয়দ মোফাজ্জল হোসেন বলেন, রাত সাড়ে ৩ টার দিকে খবর জানতে পেরে সেখানে উপস্থিত হই। সমস্ত বিষয়টি জেনে সকালে পুলিশে খবর দেই।
এ ব্যাপারে খুলনা থানার এসআই বধন চন্দ্র বিশ্বাস বলেন, সকাল ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। লাশটি ফ্লোরে নামানো ছিল। তার গায়ে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আত্মহত্যার কারণ হিসেবে স্বপ্নের বাবা তাকে বলেছেন রেজাল্ট খারাপ হওয়ায় কয়েকদিন আগে তাকে বকাবকি করা হয়। এ কারণে সে আত্মহত্যা করেছে। সুরাতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে।
