বকশীগঞ্জে যুবলীগ সভাপতির ডিলারশীপ বাতিল
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল চুরির অভিযোগে ফিরোজ মিয়ার ডিলারশীপ বাতিল করেছে উপজেলা প্রশাসন। ডিলার ফিরোজ মিয়া বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি।
বকশীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়,বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ফিরোজ মিয়া সুবিধা ভোগীদের কাছ থেকে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চালের টাকা নেন। সোমবার (১২ সেপ্টেম্বর) চাল বিতরণের সময় ৩০ কেজির পরিবর্তে ২৬-২৮ কেজি করে চাল বিতরণ করেন তিনি। বিষয়টি সোস্যাল মিডিয়ায় প্রচার হলে প্রশাসনের নজরে আসে। মঙ্গলবার সরেজমিনে তদন্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা। তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় ফিরোজ মিয়ার ডিলারশীপ বাতিল করেন ইউএনও। একই সময়ে তার গুদাম থেকে ২৭৫ বস্তা চাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চালগুলো পার্শ্ববর্তী ডিলারের মাধ্যমে সুবিধাভোগীদের মাঝে নির্ধারিত মূল্যে বিক্রয় করা হবে বলে জানিয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান।
এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা জানান,প্রাথমিকভাবে তার ডিলারশীপ বাতিল করা হয়েছে। পরবর্তীতে আরও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এ ঘটনায় বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও ডিলার ফিরোজ মিয়া জানান, আমার কপাল খারাপ। আমি ষড়যন্ত্রের শিকার।
এসআইএইচ