সাবেক ব্যাংক পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ শাখার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক মো. নুর-উন-নবীর বিরুদ্ধে ৪০০ কোটি টাকার চেক প্রতারণা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ষষ্ঠ মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালত এ আদেশ দেন।
জানা গেছে,এফএসআইবিএল ব্যাংক আগ্রাবাদ শাখা ৩০৫/২০২২ ও ১১০২/২০২২ মামলা দুটি ২০০ কোটি টাকা করে ৪০০ কোটি টাকার। এর আগে চেক প্রতারণায় প্রতিষ্ঠানটির পক্ষে মো. মিজানুর রহমান বাদি হয়ে আদালতে এনআই অ্যাক্টের অভিযোগ দায়ের করেন।
বাদীপক্ষের আইনজীবী এএম জিয়া হাবীব আহসান বলেন,৪০০ কোটি টাকার ২টি চেক প্রতারণা মামলায় আগ্রাবাদ শাখার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক মোহাম্মদ নুর-উ- নবীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
তিনি আরও বলেন,নুর-উ-নবীকে স্ব-শরীরে হাজির হওয়ার জন্য আদালত সমন জারি করলেও তিনি আদালতের আদেশ অমান্য করে হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হলে আদালত সংশ্লিষ্ট থানাকে গ্রেপ্তারের নির্দেশ দেন।
এএজেড
