'শিক্ষকরা সময়মতো স্কুলে উপস্থিত হন না এটা সমস্যা'

ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার বলেছেন, শিক্ষকদের সময়মত স্কুলে উপস্থিত হয়ে শিশুদেরকে সময় মত পাঠদান করাতে হবে, শিশু শিক্ষার্থীদেরকে পড়ালেখার পাশাপাশি গান-বাজনা, খেলাধুলা সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি মনোনিবেশ করাতে হবে। শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে আগামী দিনের কারিগর গড়ার একমাত্র কারখানা। তবে শিক্ষকরা সময় মত স্কুলে উপস্থিত হন না এটা আমাদের বড় সমস্যা।
সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার। ফেনীর পরশুরামে উপজেলার ৫১টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য বলেন, বর্তমানে সরকারী সুবিধা বেড়ে যাওয়া অনেক শিক্ষক ফেনীতে থাকেন এটা আমরা জানি কিন্তু কোথায় থাকেন সেটা বড় কথা নয় আপনাকে সময় মতো স্কুলে উপস্থিত হয়ে আনন্দময় পরিবেশ গড়ে তুলে শিক্ষার্থীদের পাঠদান করাতে হবে। শিক্ষকদের যদি সময়ের জ্ঞান না থাকে তাহলে শিক্ষার্থীদের সময় জ্ঞান সম্পর্কে প্রকৃত জ্ঞান দিতে পারবে না। শিক্ষা সুযোগ নয় শিক্ষা সকলের অধিকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা শামসাদ বেগম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিও) শহিদুল ইসলাম হাজারী। পরশুরাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পার্থ প্রতীম দেব।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি মাস্টার নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম টিপু, মনিপুর সরকারী প্রাথমিক বিদালয়ের প্রধান শিক্ষক মাস্টার আবুল কাশেম, উপজেলা জাসদের সভাপতি মোশারফ হোসেনসহ প্রমুখ। এর আগে শিরীন আখতার উপজেলার খন্ডল বহুমূখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।
এএজেড
