অতিরিক্ত গ্যাস ব্যবহার করায় বাখরাবাদের অভিযান

ফেনীতে গ্যাস সংকট নিরসনে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে বাখরাবাদ কর্তৃপক্ষ। অতিরিক্ত গ্যাস ব্যবহার করায় এক সপ্তাহে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বাখরাবাদ ও স্থানীয় সূত্র জানায়, সারাদেশের ন্যায় শহর সহ জেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে গ্যাসের সংকট রয়েছে। দিনের বিভিন্ন সময় অনেক এলাকায় গ্যাস সরবরাহ কমে যায়। ফলে গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
এর প্রেক্ষিতে বাখরাবাদ গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) কর্তৃপক্ষ জেলার বিভিন্ন সিএনজি পাম্প ও শিল্প প্রতিষ্ঠানে অভিযান শুরু করেছে।
ইতিমধ্যে ৩টি সিএনজি পাম্প ও ২টি শিল্প প্রতিষ্ঠানের ৫ হাজার করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো- স্টার লাইন ফিলিং স্টেশন, প্রগতি ফিলিং স্টেশন, সেরা ইন্ডাস্ট্রি, প্রগতি সিএনজির ক্যাপটিভ, এস রহমান ফিলিং স্টেশন।
এসব সিএনজি ও শিল্প প্রতিষ্ঠানে নিধারিত পরিমাণ থেকে অতিরিক্ত গ্যাসের লোড ব্যবহার করা হয়। এছাড়া সরকার নির্ধারিত সময়ের পর গ্যাস ব্যবহার করায় ছাগলনাইয়ায় মজুমদার সিএনজি পাম্পের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বাখরাবাদ সূত্র আরো জানায়, চলতি মাসের গত ১০ দিনে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযানে ২৫টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর মধ্যে বকেয়া পরিশোধ না করায় ১টি এবং ২৪টিতে অনুমোদনহীন অতিরিক্ত চুলা ব্যবহার করা হয়। অবৈধ গ্যাস ব্যবহার করায় ২৫টি মামলা দায়ের করা হয়েছে।
বাখরাবাদের ফেনী এরিয়া অফিসের ব্যবস্থাপক বাপ্পী শাহরিয়ার জানান, সারাদেশের মতো ফেনীতেও জিটিএসএল থেকে গ্যাসের চাপ কমিয়ে দেয়া হয়েছে। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সরবরাহ নেই। ফলে গ্যাসের সংকট দেখা দিয়েছে। এ সংকট নিরসনের চেষ্টা চলছে। অতিরিক্ত গ্যাস ব্যবহার বন্ধের পাশাপাশি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত রয়েছে।
এএজেড
