গাইবান্ধায় ৮০০ বস্তা সার জব্দ, গোডাউন মালিককে জরিমানা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিজ বাড়ির গোডাউনে অবৈধভাবে মজুত করে রাখা ৮০০ বস্তা টিএসপি সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় গোডাউন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমকে এ বিষযটি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি অফিসার রেজা-ই-মাহমুদ। এর আগে রবিবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে সহকারী কমিশনার ভূমি এস এম আব্দুল্লাহ-বিন-শফিক এ অভিযান পরিচালনা করেন।
এ ব্যাপারে কৃষি অফিসার রেজা-ই-মাহমুদ জানান, খবর পেয়ে রবিবার দিবাগত রাতে মহিমাগঞ্জ ইউনিয়নের কুমিরা ডাঙ্গা গ্রামে স্থানীয় ব্যবসায়ী শাহ্ আলম আকন্দের বাড়ির গোডাউনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাড়ির নিচ তলার গোডাউনে অবৈধভাবে মজুত করে রাখা ৮০০ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। সেই সাথে শাহ্ আলম আকন্দকে ৩০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
জব্দকৃত সারগুলো প্রকৃত দরে কৃষকদের মাঝে বিক্রি করে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমাদানের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এসআইএইচ
