খুলনা বিআরটিএ কার্যালয়ে অভিযান, ৩০ দালাল আটক
খুলনার বাদামতলার বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে ৩০ দালালকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ৬ ঘণ্টাব্যাপী অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ১৯ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা, ৬ জনকে অর্থদণ্ড ও ৫ জনকে মুচলেকা দিয়ে অব্যাহতি দেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সম্প্রতি খুলনা বিআরটিএ এর বিভাগীয় কার্যালয়ে দালালচক্রের দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ায় খুলনা জেলা প্রশাসন, বিআরটিএ ও র্যাব-৬ এর সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটককৃত ৩০ দালালের মধ্যে ৫ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ২৫ জন দালাল খুলনা জেলা প্রশাসানের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ আল আমিনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযোগ স্বীকার করায় তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
এর মধ্যে জহিরুল ইসলাম (২৮), জাকির হোসেন (৪০), আব্দুল কাদের (৩৭), আহাদ আলী (৩০), মাসুম হোসাইন (৩০), রুহুল আমীন টুটুল (৫০), রাইসুল ইসলাম রাকিব (৩০), মোক্তার হোসেনকে (৪৮) এক মাস করে, আব্দুর রাজ্জাক (২৫), সুভাষ চন্দ্র সরকার (৬০), মনিরুল ইসলাম (২৯), মো. রবিউল মোল্যা (২৬), শেখ নাইম (৩০), আহসান হাবিব (৪৮), বেলাল হোসেন (৩৫), ইকবাল বেগমকে (৪০) ১৪ দিন করে ও দেবাশীষ দে-কে ১০দিন, বিশ্বজীৎ ও ইকলাস হোসেনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং সোহেল রানাকে (৩৫) ২০ হাজার টাকা, জাহিদুল ইসলাম, আতিয়ার রহমান ও কামাল হোসেনকে ১০ হাজার টাকা করে এবং আরিফুজ্জামানকে ৩ হাজার টাকা ও রাজিব মল্লিককে ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে র্যাব-৬ এর সিও লে. কর্নেল মো. মোস্তাক আহম্মেদ সাংবাদিকদের বলেন, বিআরটিএতে অভিযান পরিচালনার আগে থেকে র্যাবের একাধিক টিম বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে নজরদারিতে রাখা হয়। সরকারি প্রতিষ্ঠানটিতে দালাল চক্রের হয়রানি ও দৌরাত্ম্য বন্ধে র্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর আব্দুর রকিবের নেতৃত্বে বিআরটিএতে অভিযান পরিচালিত হয়। অভিযানে মোট ৩০ জনকে আটক করা হয়। এর মধ্যে ৫ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না পাওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। বাকি ২৫ জনকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ আল আমিন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এদের মধ্যে ১৯ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও ৬ জনকে ৫৩ হাজার ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
বিআরটিএ খুলনা কার্যালয়ের উপ-পরিচালক প্রকৌশলী তানভীর আহম্মেদ বলেন, সেবা নিতে আসা গ্রাহকদের হয়রানি বন্ধে এবং প্রতিষ্ঠানে দালালচক্রের দৌরাত্ম্য বন্ধে র্যাবকে অভিযান পরিচালনার জন্য অনুরোধ করা হয়েছিল। তাই র্যাবের এই অভিযান।
এসজি