বেনাপোলে ৩০টি স্বর্ণের বারসহ আটক ১
বেনাপোলের গোগা সীমান্তে অভিযান চালিয়ে ৩০টি স্বর্ণের বারসহ আশিকুর রহমান (৩২) নামে এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি-২১)। শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে তাকে আটক করা হয়।
আটককৃত আশিকুর রহমান বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোলের গোগা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বিশাল চালান ভারতে পাচারের উদ্দেশ্যে এক পাচারকারী শার্শার জামতলার বালুন্ডা এলাকায় অবস্থান করছে। এরপর বিজিবির একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে আশিকুর রহমান নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করে। তার হাতে থাকা বাজারের ব্যাগে তল্লাশি চালিয়ে সবজির মধ্য থেকে ৩ কেজি ৪৯৮ গ্রাম ওজনের ৩০টি স্বর্ণের বার জব্দ করা হয়।
জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা। জব্দকৃত স্বর্ণসহ আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোর্পদ করা হয়েছে।
এসজি