আওয়ামী লীগ নেতার বাসায় হামলার ঘটনায় মামলা
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামী লীগের সভাপতির বাসা ও তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে দুই জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে রুহিয়া থানা আওয়ামী লীগের সভাপতি পার্থ সারথী সেন বাদী হয়ে রুহিয়া থানায় একটি মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি ঢাকাপ্রকাশ-কে নিশ্চিত করেছেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোহেল রানা।
রুহিয়া থানা আওয়ামী লীগের সভাপতি পার্থ সারথী সেন বলেন, গত শনিবার (৩ সেপ্টেম্বর) সারাদেশে বিএনপি এবং সাম্প্রদায়িক অপশক্তির দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রুহিয়া থানা মহিলা আওয়ামী লীগ একটি বিক্ষোভের আয়োজন করে। এই দিনে বিকালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে রুহিয়া থানা বিএনপি।
দুপুরে হঠাৎ করে বিএনপির নেতাকর্মীরা রামনাথ বাজারে (এমপি মোড়) আমার বাসাবাড়িতে ও ব্যবসা প্রতিষ্ঠান অটো রাইস মিলে অতর্কিত ভাবে হামলা চালায়। এতে আমার ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে। আহতও হয়েছে অনেকেই। বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় গতকাল বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে রুহিয়া থানায় ২০ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত ৫০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছি।
মামলার বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোহেল রানা জানান, রামনাথ বাজারে থানা আওয়ামীলীগের সভাপতির বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগে একটি মামলা করেছেন। এই মামলায় পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে। বাকিদেরও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
উল্লেখ্য: শনিবার (৩ সেপ্টেম্বর) একই সময় পাল্টা পাল্টি কর্মসূচী ডাকায় ঠাকুরগাঁওয়ে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপি আওয়ামী লীগের কয়েকজন আহত হয়। ভাংচুর করা হয় ৫টি মোটরসাইকেল ও দোকানপাট। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৩ রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করে।
এএজেড