যুবলীগ ও বিএনপি নেতার মারামারি! ভিডিও ভাইরাল

বরগুনার পাথরঘাটা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান ফাহিমের ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালানোর অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগের নেতা মনিরুল ইসলাম মামুনের বিরুদ্ধে। বুধবার (৩১ আগস্ট) এ ঘটনার একটি ভিডিও (সিসিটিভি ফুটেজ) সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায় যুবলীগ নেতা মামুন বিএনপি নেতা জিয়াউর রহমান ফাহিমের দোকানে একটি লাঠি হাতে ঢুকেন। এরপর ওই লাঠি দিয়ে ফাহিমকে আঘাত করেন। এসময় ফাহিমও দোকানে থাকা রড দিয়ে মামুনকে পেটানো শুরু করেন।
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার রাত ১০ টার দিকে পাথরঘাটা পৌর শহরের পূর্ব দিকে ফাহিম মেডিকেল সেন্টারে এ ঘটনা ঘটে। এতে উভয়ই আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথামিক চিকিৎসা নিয়ে বাড়িতে রয়েছেন।
বিএনপি নেতা ফাহিমের অভিযোগ, যুবলীগ নেতা মামুন একজন মাদকাসক্ত ব্যক্তি। তার স্ত্রীর সাথে এ নিয়ে ঝামেলা চলছে। তার অপকর্মের কথা বলাবলি করায় তিনি আমার দোকানে হামলা চালায়। আমিও আত্মরক্ষার জন্য তাকে প্রতিহত করি।
অপরদিকে যুবলীগ নেতা মনিরুল ইসলাম মামুনের অভিযোগ, আমার স্ত্রীর সাথে পরকীয়া প্রেমে লিপ্ত ফাহিম। আমার কাছে এদের অনেক কল রেকর্ড সংরক্ষণে আছে। আমি এ নিয়ে ফাহিমকে ফিরে থাকতে বারবার অনুরোধ করি। এরপরও ফাহিম আমার স্ত্রীর সাথে যোগাযোগ রাখে। এতে ক্ষিপ্ত হয়ে আমি তার দোকানে যাই।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, এর আগে বাসায় বসে ইয়াবা সেবনে বাধা দেয়ায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগ ওঠে পাথরঘাটা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মামুনের বিরুদ্ধে। জাতীয় জরুরী সেবায় কল করে জানালে পুলিশ গিয়ে তার স্ত্রীকে উদ্ধার করে।
এএজেড
