হরিণাকুন্ডুতে সাংবাদিককে পিটিয়ে আহত
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে রাব্বুল হোসেন নামে স্থানীয় এক সাংবাদিককে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার একতারা মোড়ের অফিস থেকে টেনে হেঁচড়ে লোহার রড, রামদা এর উল্টো পিঠ দিয়ে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। আহত রাব্বুল হোসেন দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার হরিণাকুন্ডু উপজেলা প্রতিনিধি। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন উপজেলায় কর্মরত সাংবাদিকরা।
আহত রাব্বুল হোসেন বর্তমানে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহত সাংবাদিক রাব্বুল হোসেন বাদী হয়ে হরিণাকুন্ডু থানায় বিপ্লব হোসেন, রাজন, আশিক সহ পাঁচ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। এছাড়া অজ্ঞাত আরো তিন জনকে আসামী করা হয়ছে।
হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ও পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আক্তারুজ্জামান সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে জোড়াদহ ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুর কালো মাইক্রোবাসে ও মোটরসাইকেলে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের ধাওয়া করেন।
হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সাংবাদিক রাব্বুল হোসেনকে পিটিয়ে আহতের ঘটনায় বিপ্লব হোসেন, সুদাইয়া, রাজন, আশিক মুন্নাসহ পাঁচজনকে আসামী করে থানায় মামলা দায়ের হয়েছে। দ্রুত আসামীদের গ্রেপ্তার করা হবে। সাংবাদিক রাব্বুল হোসেন আহতের ঘটনায় উপজেলায় কর্মরত সাংবাদিকরা নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।
এএজেড