চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী
দেশের সব চা শ্রমিকদের সঙ্গে আগামী শনিবার (৩ সেপ্টেম্বর) বিকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩০ আগস্ট) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এস ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আগামী ৩ সেপ্টেম্বর বিকাল ৪ টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন। বিভিন্ন জেলা যেমন সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, চট্রগ্রাম ও পঞ্চগড়ের চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন তিনি।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, আজ এমন একটা সিদ্ধান্ত হয়েছে বলে শুনেছি। এখনো আমাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। নির্দেশনা পেলে আমরা সেই অনুযায়ী সব প্রস্তুতি নিব।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সম্পাদক নিপেন পাল বলেন, আমরা বিভিন্ন মাধ্যমে শুনেছি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে কথা বলবেন। কিন্তু আমরা এখনো এই বিষয়ে দাপ্তরিকভাবে কোনো চিঠি পাইনি। প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে কথা বলবেন বিষয়টি শুনে আমাদের চা শ্রমিকরা সবাই খুব খুশি।
এসজি