আন্তর্জাতিক গুম দিবসে বিএনপির মানববন্ধন ও বিক্ষোভ

ঝালকাঠিতে আন্তর্জাতিক গুম দিবসে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। সারাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের গুম, খুন ও নির্যাতনের প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সামনের সড়কে এ কর্মসূচি পালন করেন তারা।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, বিএনপি নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক, জেলা যুবদলের সভাপতি শামীম তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিচুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার সাফায়েত হোসেন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু।
সমাবেশে বক্তারা বলেন, সরকারের পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় বাহিনী বিরোধী দলের নেতাকর্মীদের গুম, খুন ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে বিএনপির শক্তিশালি অবস্থানের কারণে সরকার এখনো বিএনপিকে ভয় পাচ্ছে। তাই আগামী সংসদ নির্বাচন নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। নিরপেক্ষ নির্বাচন ও বিএনপির গুম হওয়া নেতাকর্মীদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান বিএনপির নেতৃবৃন্দ।
এএজেড
