বরিশালে বাসচাপায় ভ্যানচালকসহ নিহত ৩

বরিশালের বাবুগঞ্জের রহমতপুরে বাসচাপায় ভ্যানচালকসহ ভ্যানের দুই আরোহী নিহত হয়েছেন। রবিবার (২৮ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মানিককাঠী গ্রামের ফজলুল হক হাওলাদার (৬০) ও সুমি আক্তার (৩৫) এবং বাবুগঞ্জ উপজেলার রহমতপুরের মানিককাঠী গ্রামের বাসিন্দা ও ভ্যানচালক জয়নাল খান (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে বাবুগঞ্জের রহমতপুর বিজের ঢালে একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২ আরোহীর মৃত্যু হয়। ভ্যানচালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন ৪ বছরের এক শিশু। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত ) আমানউল্লাহ আল বারী বলেন, ‘ঘটনার পর বাসটিকে আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। ঘটনার পর স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে। প্রায় ১ ঘণ্টা পর পুলিশের আশ্বাসে সড়ক থেকে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।’
এসজি
