করোনাকালীন আড়াই বছরে মৃত্যু ২৯ হাজার
বাংলাদেশ ভ্যাকসিনেশনে বিরাট সফলতা দেখিয়েছে। যার জন্যে করোনাকালীন আড়াই বছরে মৃত্যু সতের কোটির মধ্যে মাত্র ২৯ হাজার। প্রতিদিন ক্যানসারে ২০০ লোক মারা যায়, হার্ট এটাকে ২৫০জন। আর করোনায় একটা-দুইটা-পাঁচটা লোক মারাযায়। করোনায় গত কয়েকদিনে তেমন মারাই যায় নাই, বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। শনিবার (২৭ আগষ্ট) দুপুরে মানিকগঞ্জ পৌর আওয়ামীলীগ আয়োজিত সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষীকি ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে বিধায় আমরা প্রতিটা সেক্টরে উন্নয়নের ছোঁয়া পাচ্ছি। বাংলাদেশে কেউ না খেয়ে থাকে না। লক্ষ-লক্ষ মানুষকে ঘর দেওয়া হয়েছে। কৃষকরা সার পেয়েছে, বিদ্যুৎ পেয়েছে। এই সার পেতে, বিদু্যুৎ পেতে বিএনপির সময় জীবন দিতে হয়েছে।
মন্ত্রী বলেন, বিএনপির সময় সিরিজ বোমা হয়েছে, গ্রেনেড হামলা হয়েছে বহু লোক মৃত্যু বরণ করেছে বিএনপি জামাত জোট সরকারের সময়। তখন আমরা দেশে উন্নয়ন দেখেতে পারি নাই। সেসময় বিদ্যুৎ মাঝে-মাঝে আসত। হাজার-হাজার কোটি টাকা বিদ্যুৎ খাত থেকে বিদেশে লোপাট করেছিল। সেই টাকা আবার এই আওয়ামী সরকারই ফেরত এনেছে।
মন্ত্রী আরো বলেন, বিএনপির সময় একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে পারে নাই যার করণে আমাদের শিল্প প্রায় ধ্বংসের পথে ছিল, আমাদের দেশে খাদ্যের অভাব ছিল। সেখান থেকে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা মধ্যম আয়ের দেশ। সভায় পৌর আওয়ামীলীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস সালাম, সহ-সভাপতি অ্যাড. আব্দুল মজিদ ফটো, পৌর মেয়র রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম খান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এএজেড