মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

পটুয়াখালীর কলাপাড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা দেলোয়ার সিকদারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে ওই তরুণী বাদী হয়ে বাবার বিরুদ্ধে মহিপুর থানায় মামলা করেন। পরে শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যায় দেলোয়ারকে গ্রেপ্তার করে পুলিশ।
দেলোয়ার শিকদার উপজেলার ডাবুলগঞ্জ ইউনিয়নের খাপড়াভাঙ্গা গ্রামের বাসিন্দা এবং গলাচিপা থানার মৃত তাজিমুদ্দিন শিকদারের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, এক মাস আগে ওই তরুণীর বিয়ে হয়। বিয়ের পর ওই তরুণীকে আনুষ্ঠানিকভাবে তুলে না দেওয়ায় তিনি তার মা-বাবার সঙ্গেই থাকতেন। গত বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে তিনি ঘরের বারান্দায় ঘুমাতে যান। পরে রাত ১১টার দিকে বাবা দেলোয়ার শিকদার গামছা দিয়ে মেয়ের মুখ বেঁধে ধর্ষণ করে। লোক লজ্জার ভয়ে বিষয়টি কাউকে জানায়নি ওই তরুণী। পরে শুক্রবার সকালে বাড়িতে একা পেয়ে মেয়েকে আবারও ধর্ষণ করে। এসময় প্রতিবেশীরা বিষয়টি দেখে ফেলে এবং ঘরের দরজা খুলে মেয়েকে উদ্ধার করে। পরে দেলোয়ারকে আটক করে পুলিশে দেয় তারা।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ওই তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শনিবার আসামিকে আদালতে পাঠানো হবে।
এসজি
