ভোক্তা অধিকারের অভিযান ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল নগরীর বিভিন্ন বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৫ ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে ৫৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে। শুক্রবার (২৬ আগস্ট) বেলা ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক সাফিয়া সুলতানা এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া, ক্যাব সদস্য জাহাঙ্গীর মোল্লা উপস্থিতিতে নগরীর চৌমাথা বাজার ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া বলেন, ২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে মোড়কে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য ও মেয়াদ না থাকায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, খাদ্য পণ্য তৈরিতে ক্ষতিকারক হাইড্রোজ মিশানো, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত দামে কাঁচা মরিচ বিক্রি করার অপরাধে প্রশাসনিক ব্যবস্থায় তাদের জরিমানা করা হয়।
তার মধ্যে, মুসিলম সুইটস নামে একটি মিষ্টির দোকানকে আট হাজার টাকা, অর্পিতা গৌরনদী মিষ্টান্ন ভান্ডারকে ৪০ হাজার টাকা, ভাই ভাই স্টোরকে পাঁচ হাজার টাকা, শরীফের সবজির দোকানে তিন হাজার টাকা এবং কালামের মুরগীর দোকানে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মধ্যে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয় বলে জানান তিনি।
এএজেড
