ছাত্রকে নির্মম নির্যাতন: সেই শিক্ষক পলাতক

কোচিংয়ে বন্ধুদের সঙ্গে দুষ্টুমি করায় বরগুনার তালতলীতে এক স্কুলছাত্রকে নির্মমভাবে পেটানোর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে পলাতক রয়েছেন সেই শিক্ষক। গত মঙ্গলবার (২৩ আগস্ট) ভিডিও ছড়িয়ে পড়লে এ নিয়ে সমালোচনা শুরু হয়।
এ নিয়ে ঢাকাপ্রকাশ-এ সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। সেই প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সাদিক তানভীর।
তিনি বলেন, ভাইরাল ভিডিওটি দেখে খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাই এবং ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে না পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।
উল্লেখ্য, তালতলী লাউপাড়ায় সাকসেস কোচিং সেন্টার নামে ওই কোচিং সেন্টারে ছাত্রকে পেটানোর একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ওই কোচিংয়ের ছাত্র স্থানীয় লাউপড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির আসাদকে বন্ধুদের সঙ্গে দুষ্টুমি করায় কোচিংয়ে আটকে নির্মমভাবে নির্যাতন করেন শিক্ষক ছগির হোসেন।
এসজি
