কক্সবাজারে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড
কক্সবাজারে এক ব্যক্তিকে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুর ২টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, চকরিয়ার ইসলাম নগরের বাসিন্দা সাবের আহমেদ, মহিউদ্দীন ও গিয়াস উদ্দীন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সুলতানুল আলম।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৭ সালে চকরিয়ার ইসলাম নগরের নুরুচ্ছালাম নামে এক ব্যক্তি পথ দিয়ে যাওয়ার সময় পূর্ব শত্রুতার জের ধরে গতিরোধ করে চোর আখ্যা দিয়ে তাকে মারধর করা হয়। একপর্যায়ে গাছে বেঁধে নির্মমভাবে তাকে পেটানো হয়। এতে সেখানেই মৃত্যু হয় নুরুচ্ছালামের। এ ঘটনায় নিহতের স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন।
জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সুলতানুল আলম জানান, দীর্ঘ ১৫ বছর ধরে মামলাটির বিচারিক কার্যকম চলে। অপরাধ প্রমাণিত হওয়ায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই রায়ে বাদীপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেন। রায় ঘোষণাকালে দণ্ডিতরা আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাদের কারাগারে পাঠানো হয়।
এএজেড