শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ | ৫ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

এমসি কলেজে ম্যুরাল স্থাপনে সিলেটে প্রতিক্রিয়া

একজন রাজা গিরিশ চন্দ্র রায় এবং অপরজন খান বাহাদুর আবদুল মজিদ কাপ্তান মিয়া। দুটি নামই সিলেটের শিক্ষা বিস্তারে অগ্রগণ্য এবং পথিকৃত। সিলেটের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের পেছনে এই দুই জনের রয়েছে ঘামঝড়ানো পরিশ্রম। বিশেষ করে সিলেটের বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান এমসি কলেজে নির্মাণে ভূমিদাতা ছিলেন রাজা গিরিশচন্দ্র রায় এবং সেই কলেজকে টিলাগড় এলাকায় স্থানান্তর প্রক্রিয়াসহ ডিগ্রি কলেজে উন্নীত করেন খানবাহাদুর আবদুল মজিদ কাপ্তান মিয়া।

বর্তমানে ঐতিহ্যবাহী এমসি কলেজের প্রধান ফটকের সামনে আব্দুল মজিদ কাপ্তান মিয়ার আবক্ষ ম্যুরাল স্থাপন করার উদ্যোগ গ্রহণ করেছে সিলেট সিটি করপোরেশন। ইতোমধ্যে ম্যুরাল নির্মানের কাজ প্রায় ৮০ শতাংশ সম্পন্ন করা হয়েছে বলে দাবি সিসিকের। কলেজ কতৃপক্ষের সাথে এর আগে সিটি করপোরেশেনের আলাপ-আলোচনা সাপেক্ষে বিষয়টি চূড়ান্ত করা হয়। সিসিক বলছে শীঘ্রই ম্যুরালটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে।

কলেজ অধ্যক্ষ সালেহ আহমদ এলপিআর এ যাচ্ছেন ২৪ আগষ্ট। এর আগেই তিনি ম্যুরাল নির্মাণ অনুমোদন করেছেন। ফলে অধ্যক্ষ এবং মেয়রের সম্মতিক্রমে দৃষ্টিনন্দন এই আবক্ষ ম্যুরালটি শোভা পাচ্ছে কলেজ ক্যাম্পাসে। এদিকে এই ভাস্কর্য্য নির্মাণকে একপেশে এবং একগুয়েমি উল্লেখ করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুরারীচাঁদ (এমসি কলেজ) কলেজের সাবেক শিক্ষার্থীরা। তাদের দাবি- কলেজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় একজনকে সম্মান দেখাতে গিয়ে এর মাধ্যমে এমসি কলেজের মূল উদ্যোক্তা ও ভূমিদাতাকে অসম্মান করা হবে।

এর আগে ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর কলেজের এইচএসসি ৯১' ব্যাচ এর পক্ষ থেকে নিজস্ব অর্থায়নে কলেজ প্রাঙ্গণে কলেজের তিনটি ভবনের সংযোগস্থলে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হয়। এরই লক্ষ্যে কলেজ অধ্যক্ষ বরাবরে ৯১ ব্যাচ এর আহবায়ক ও সদস্য সচিব সাক্ষরিত একটি লিখিত আবেদন দেওয়া হয়।

আবেদনে বলা হয় বিগত ২৪ জানুয়ারি ২০২০ ইংরেজি তারিখে তৎকালীন অধ্যক্ষ,অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিভিন্ন বিভাগের সম্মানিত সাবেক ও বর্তমান শিক্ষকমন্ডলী ও কলেজ প্রশাসনকে সাথে নিয়ে এমসি এইচএসসি ৯১ ব্যাচ সকলের আন্তরিক সহযোগিতায় সফলতার সাথে পূনর্মিলনী উদযাপন করা হয়।

সে সময়কালীন সিদ্বান্ত হিসেবে কলেজ প্রাঙ্গণে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ও জীববিদ্যা ভবনের সংযোগস্থলে নিজস্য অর্থায়নে এবং নির্মাণ শিল্পী নিযুক্ত করে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করার কাজ শুরু করতে চাই। স্মৃতিস্তম্ভটি যে যে তাৎপর্য বহন করবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ভার্তৃত্ব, সৌহার্দ্য সম্প্রীতি ও একতার বন্ধন। তাছাড়া দণ্ডায়মান আয়তকার ফলকে থাকবে কলেজের সংক্ষিপ্ত ইতিহাস। আবেদনে সাক্ষর করেন এমসি, এইচএসসি ৯১ ব্যাচ এর আহবায়ক বিগ্রেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরোয়ার বিপিএম,পিএসসি ও সদস্য সচিব আব্দুল আহাদ।

এ বিষয়ে এমসি, এইচএসসি ৯১ ব্যাচ এর সদস্য সচিব আবদুল আহাদ বলেন, 'বর্তমানে আমাদের বিষয়টি অনুমোদনের অপেক্ষায়। অনুমোদন পেলে আমরা আমাদের প্রতিশ্রুত কাজের বাস্তবায়ন করতে চাই। আবদুল মজিদ কাপ্তান মিয়া এবং রাজা গিরীশচন্দ্র রায় দুই জনই সিলেটের শিক্ষা বিস্তারে আলোকবর্তিকা হিসেবে স্মরণীয় এবং শ্রদ্ধার পাত্র হিসেবে থাকবেন। তিনি বলেন,আমাদের আবেদন অনুমোদন হলে আমরা সেখানে রাজা গিরীশচন্দ্র রায়ের ম্যুরাল স্থাপন করার উদ্যোগ গ্রহণ করবো।

সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন সিলেটের আহবায়ক আবদুল করিম কিম বলেন, সিলেটের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের সাথে রাজা গিরীশচন্দ্র রায় এবং আবদুল মজিদ কাপ্তান মিয়া দুই জনেরই অবদান অনস্বীকার্য। সুতরাং প্রধান ফটকের সামনে কাপ্তান মিয়া এবং রাজা গিরীশচন্দ্র দুই জনের ম্যুরাল স্থাপন করা হলে, প্রতিষ্ঠানের সুনাম বাড়বে বৈ কমবে না। উপরন্তু শিক্ষার্থীরা কলেজে প্রবেশ করার সাথে সাথে এই দুই জনের অবদানের বিষয়ে সম্যক ধারণা লাভ করতে সক্ষম হবে।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু বলেন,বিষয়টি নিয়ে সিটি করপোরেশেনের পূর্বেই ভাবা উচিত ছিল। কারণ একজনকে সম্মান করতে গিয়ে অপরজনের অবদান চাপা পড়ে যায়। এমনটি হলে ভবিষ্যত প্রজন্ম প্রকৃত ইতিহাস জানা থেকে বঞ্চিত হতে পারে। তিনি বলেন, আমরা কলেজের সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে দায়িত্ব গ্রহণকারী নতুন অধ্যক্ষের সাথে বিষয়টি নিয়ে কথা বলবো।

এ ব্যাপারে সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, সিটি করপোরেশেনের নিজস্ব অর্থায়নে ম্যুরালটি নির্মিত হচ্ছে। তবে এর স্থপতি এবং নির্মাণ ব্যয় বিষয়ে জানতে চাইলে তিনি সিসিকের ইঞ্জিনিয়ার সেলিম উদ্দিনের সাথে কথা বলার অনুরোধ জানান।

ইঞ্জিনিয়ার সেলিম উদ্দিনের মোবাইল ফোনে কল দিলেও তিনি ফোন রিসিভ না করায় মন্তব্য আদায় করা সম্ভব হয়নি। একই সাথে কলেজ অধ্যক্ষ সালেহ আহমদ ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর মোবাইল ফোনে কল দেওয়া হলেও ফোন রিসিভ না করায় তাদের মন্তব্য জানা সম্ভব হয় নি।
এএজেড

Header Ad
Header Ad

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে দায়িত্বরত পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

পুলিশ কনস্টেবল শামীম হোসেন। ছবি: ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে ইমিগ্রেশন বিভাগে কর্মরত পুলিশ কনস্টবল শামীম হোসেন (৩০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে সহকর্মীরা শয়নকক্ষের জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

নিহত শামীম কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের হাশেম আলীর ছেলে। তার কনস্টবল নং ৫৩২।

চেকপোস্ট ইমিগ্রেশনের ইনচার্জ এসআই রমজান আলী জানান, শামীম হত অক্টোবরে দর্শনা ইমিগ্রেশনে যোগদান করে। যোগদানের পর থেকেই গত ৬ মাস ধরে নতুন ইমিগ্রেশন ভবনের ২য় তলার একটি কক্ষে বাস করে আসছিলেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় কয়েকজন সহকর্মী খোঁজ নিতে গেলে শামীম হোসেনের ঝুলন্ত লাশ দেখতে পান।

খবর পেয়ে সকালে চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, সহকারী পুলিশ সুপার দামুড়হুদা -জীবননগর) সার্কেল জাকিয়া সুলতানা, দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর ঘটনাস্থলে আসেন। এরপর বেলা ১১ টায় মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। তবে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

পুলিশ কনস্টেবল শামীম হোসেন ২০১৫ সালে পুলিশ বাহিনীতে যোগদান করে।

Header Ad
Header Ad

দাদা ও চাচার বিরুদ্ধে স্কুলছাত্রীকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ

সংবাদ সম্মেলন। ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁর আত্রাইয়ে বিষ প্রয়োগ করে দাদা ও চাচার বিরুদ্ধে সানজিদা (১৬) নামে এক কিশোরীকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন নিহত কিশোরীর স্বজনেরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত কিশোরীর মামা ফজলুর রহমান। এ সময় অন্যদের মধ্যে ওই কিশোরীর মা খুশি বেগম, নানা মোসলেম প্রামাণিক, চাচা সাইফুল ইসলাম মন্ডল, মামা হামিদুল প্রামাণিক উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্য ফজলুর রহমান বলেন, নিহত কিশোরী সানজিদা আত্রাই উপজেলার আন্দার কোটা গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী শামসুল মন্ডলের মেয়ে। সানজিদা উপজেলার ঘোষগ্রাম উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল। তার বাবা কাজের সূত্রে দীর্ঘদিন ধরে সৗদি আরবে ও আরব আমিরাতে (দুবাই) অবস্থান করছেন। শামসুল মন্ডলের স্ত্রী খুশি বেগম মেয়ে সানজিদাকে নিয়ে স্বামীর বাড়িতে বাস করে আসছিলেন। শামসুল বসতবাড়ির বসতভিটার উত্তর পাশে বাবা মোসলেম মন্ডলের কাছ থেকে জমি কিনে নিয়ে ৪ বছর আগে মাটির বাড়ি তৈরি করেন। সেই বাড়িতেই সানজিদা ও তার মা বসবাস করতো। পরে ওই জায়গায় পাকা বাড়ি করার জন্য উদ্যোগ গ্রহণ করলে শামসুলের বাবা মোসলেম ও ভাই সাজিম মন্ডল বাঁধ সাজে। সানজিদার দাদা শামসুলকে বসতভিটার উত্তর পাশে পাকা বাড়ি না করে দক্ষিণ পাশে নীচু জায়গায় বাড়ি করার জন্য বলে আসছিল। এ নিয়ে বিরোধ শুরু হয়। সানজিদার বাবা ও ভাই বিদেশে থাকায় বাড়ি করা নিয়ে বিরোধের জেরে সানজিদা ও তার মায়ের সঙ্গে তাঁর দাদা মোসলেম ও চাচা সাজিমের প্রায় পারিবারিক কলহ লেগে থাকতো। এই কলহের জেরে দাদা মোসলেম মন্ডল ও সাজিম মন্ডল হত্যার উদ্দেশ্যে গত ৯ এপ্রিল হত্যার উদ্দেশ্যে সানজিদার শরীরে বিষ প্রয়োগ করে। পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ এপ্রিল রাতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর আগে সানজিদা বলে গেছে তার দাদা ও চাচা তাঁর শরীরে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করেছে। তাঁর এই বক্তব্যের ভিডিও ধারণ করা আছে। এ ঘটনায় রাজশাহী রাজপাড়া থানায় একটি অপমৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে মোসলেম মন্ডল ও সাজিম মন্ডল পলাতক রয়েছেন।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, গত ৯ এপ্রিল সকালে সানজিদা প্রাইভেট পড়ার জন্য ঘোষগ্রাম উচ্চবিদ্যালয়ে যায়। প্রাইভেট পড়ে সে বেলা ১১টার দিকে বাড়িতে আসে। এ সময় সাংসারিক কাজে সানজিদার মা খুশি বেগম বাড়ির বাইরে ছিলেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে সানজিদার দাদা মোসলেম ও চাচা সাজিম সানজিদার ঘরের ভেতরে যায়। দাদা মোসলেম সানজিদার পাশে বসে একপর্যায়ে তাকে জাপটে ধরে এবং চাচা সাজিম পকেট থেকে বিষের ইনজেকশন বের করে তার বাম হাতের শিরায় জোর ইনজেকশন প্রয়োগ করে। তারা সানজিদাকে হুমকি দিয়ে বলে এ কথা কাউকে বললে তার মতো বাবা ও ভাইকেও হত্যা করবে। সানজিদার মা খুশি বেগম বাড়িতে এসে মেয়েকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় মেয়েকে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হলে ওই দিনই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১২ এপ্রিল রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় রাজশাহীর রাজপাড়া থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সানজিদার পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত মোসলেম ও সাজিমের ফাঁসি দাবি করা হয়।

সাজিম মন্ডলের মুঠোফোনে একাধিকবার কল দিয়ে তা বন্ধ পাওয়ায় অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দীন বলেন, ‘যে মেয়েটি মারা গেছে তার পরিবারের পক্ষ থেকে থানায় যোগাযোগ করা হয়েছিল। এ ঘটনায় রাজশাহী রাজপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে। সেখানেই নিহত কিশোরীর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পরিপ্রেক্ষিতে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

Header Ad
Header Ad

গত ৯ মাসে এক আকাশ ভালোবাসা অর্জন করেছি : প্রেসসচিব

ছবি: সংগৃহীত

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পান শফিকুল আলম।

সরকারের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে প্রায় ৯ মাসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে কী অর্জন করেছেন, তা তুলে ধরেছেন তিনি।

আজ শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোষ্টে শফিকুল আলম লিখেছেন, ‘গত নয় মাসে আমি কী অর্জন করেছি: এক চিমটি ঘৃণা, একমুঠো অবিশ্বাস ও এক আকাশ ভালোবাসা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে দায়িত্বরত পুলিশ কনস্টেবলের আত্মহত্যা
দাদা ও চাচার বিরুদ্ধে স্কুলছাত্রীকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ
গত ৯ মাসে এক আকাশ ভালোবাসা অর্জন করেছি : প্রেসসচিব
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে আগ্রহ দেখায়নি বেসরকারি চ্যানেল, দেখাবে বিটিভি
সন্ত্রাসী তালিকা থেকে তালেবানকে বাদ দিলো রাশিয়া
ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব আছে, জানালেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
ব্রাজিলের ভক্তদের ‘বানরের’ সঙ্গে তুলনা, নিষেধাজ্ঞার মুখে আর্জেন্টিনা
নারীরা কেন বয়সে ছোট পুরুষের সঙ্গে প্রেমে জড়াচ্ছেন?
জুলাই-মার্চ মাসে ৩০.২৫ বিলিয়ন ডলার পোশাক রফতানি করেছে বাংলাদেশ
সংঘর্ষে উড়ে গেছে বাসের ছাদ, তবুও ১০ কিলোমিটার চালিয়ে ৬০ যাত্রীকে বাঁচালেন চালক
কোলের সন্তান বিক্রি করে অলংকার, মোবাইল কিনলেন মা
চুয়াডাঙ্গায় বাসের চাকায় পিষ্ট হয়ে দু’জন নিহত
ইয়েমেনের তেল বন্দরে মার্কিন বিমান হামলায় নিহত ৩৮
হবিগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
সৌদি আরব-মরক্কো থেকে ৪৬৬ কোটি টাকার সার কিনবে সরকার
গাইবান্ধায় মাদক মামলায় ৩ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
তোপের মুখে ওয়াক্‌ফ আইন স্থগিত করল ভারতের সুপ্রিম কোর্ট
নিজেকে বরিশাল সিটির মেয়র ঘোষণার দাবিতে মামলা করলেন ফয়জুল করীম
ভারতের সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিতের আহ্বান বাংলাদেশের