চট্টগ্রামে সাড়ে ৬ হাজার লিটার জাহাজের জ্বালানিসহ আটক ২
চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ৬ হাজার ৬০০ লিটার জাহাজের চোরাই জ্বালানি তেলসহ দুজনকে আটক করেছে র্যাব। যার আনুমানিক মূল্য ৫ লাখ ৩০ হাজার টাকা।
আটকরা হলেন- ঝালকাঠির নারিকেলবাড়িয়া এলাকার আব্দুল গণির ছেলে রাজীব হোসেন ও লক্ষীপুরের রামগতি এলাকার আব্দুল মালেকের ছেলে মো. কবির।
বুধবার (২৪আগস্ট) বিষয়টি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। এর আগে মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে ফৌজদারহাটের পাকা রাস্তা এলাকা থেকে তাদের আটক করা হয়।
নুরুল আবছার বলেন, ফৌজদারহাট এলাকায় ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর জাহাজের চোরাই জ্বালানি তৈল কেনা-বেচার খবর পাওয়া যায়। এরপর ওই এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে জাহাজের চোরাই জ্বালানি তেল বহনকারী দুইজনকে আটক করা হয়। এরপর তাদের হেফাজতে থাকা ৩৩টি তেলের ড্রামে সংরক্ষিত ৬ হাজার ৬০০ লিটার চোরাই জ্বালানি তেল উদ্ধার করা হয়। তেল বহনকারী ট্রাক দুটিও জব্দ করা হয়।
তিনি আরও বলেন, আটক ব্যক্তি ও উদ্ধার মালামাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসএন