সোমবার, ৭ এপ্রিল ২০২৫ | ২৪ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

দালালের দৌরাত্ম্য রাজশাহীর পাসপোর্ট অফিস

রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসের বারান্দায় বছর ধরে ধরনা দিচ্ছেন অনেকেই। প্রতিদিন শতশত সেবাপ্রার্থী ভিড় জমাচ্ছেন। আর কিছু অসাধু কর্মচারী-কর্মকর্তা এসব সেবপ্রার্থীকে নানা ছুতোই দুর্ভোগে ফেলে দালালের সহযোগিতা নিয়ে কাজ করতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।

সেবাপ্রার্থীদের অভিযোগ, সরকারি নিয়মানুযায়ী যারা পাসপোর্ট করাতে চান এখানে তাদের দুর্ভোগের শেষ থাকে না। দিনের পর দিন, মাসের পর মাসই শুধু নয়; বছরের পর বছর ঘুরানোর রেকর্ডও রয়েছে। কিন্তু এসব দেখার যেন কেউ নেই। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সেবাপ্রার্থী জানান, এ অফিসের আনসার সদস্যসহ অন্যরাও এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত। দালালের পাশাপাশি প্রকাশ্যেই আনসার সদস্যরাও টাকা নিয়ে কাজ করে দেন। আবেদনের জন্য আজ সার্ভারের সমস্যা, কাল নেটওয়ার্কের সমস্যা এমন নানা অজুহাত দেখিয়ে ঘুরাতে থাকে। এদিকে দালালকে ১৫০০ টাকা দিলে সহজেই কাজ হয়ে যায়।

অভিযোগ রয়েছে, ভুল সংশোধন নামে ফাঁদে একবার কেউ পড়লে মোটা অঙ্কের কমিশন ছাড়া পাসপোর্ট হাতে পাওয়া যেন অসম্ভব বিষয়।

সংশ্লিষ্টদের তথ্য মতে, রাজশাহীতে পাসপোর্টের জন্য যে আবেদন পড়ে এর প্রায় ৫০ শতাংশই পার্শ্ববর্তী দেশ ভারতে চিকিৎসা করতে যেতে। সেবাপ্রার্থীরা জরুরি ভিত্তিতে পাসপোর্ট করাতে তাই দালালের সহযোগিতা নিচ্ছেন বেশি। কারণ আপনজনের সুস্থতার কথা চিন্তা করে বাধ্য হচ্ছেন দালালের সহযোগিতা নিতে। এতে সুসংগঠিত দালাল চক্র আরও শক্তিশালী হচ্ছে। বাড়ছে দালালের দৌরাত্ম্যও।

নাম প্রকাশ না করার শর্তে সরকারি একটি দপ্তরের সাবেক কর্মকর্তা রাজশাহী নগরীর উপশহর এলাকার এক বাসিন্দা জানান, তার চিকিৎসার প্রয়োজনে থাইল্যান্ডের ভিসা করতে বছর খানেক সময় লেগেছে। তার পাসপোর্টের নামের আগে ইংরেজিতে ‘মোহা’ লেখা ছিল। সরকারিভাবে নির্দেশনাই ‘এমডি’ লিখতে হবে। তাই রেনুয়্যাল (হালনাগাদ) করা হয়েছে।

তিনি জানান, চলতি বছরের জানুয়ারিতে আবেদন করে সম্ভাব্য ফেব্রুয়ারিতে পাসপোর্ট পাওয়ার কথা থাকলেও তা পাননি। নানা টালবাহানা শুরু করে তারা। পরে মাসের পর মাস ঘুরে একজনের পরিচয় দেওয়ার পর পাসপোর্ট হাতে পান।

আরেকজন ভুক্তভোগী জানান, তিনি ২০২১ সালে পাসপোর্টের জন্য আবেদন করেন। পাসপোর্ট হাতে পাওয়ার পরে দেখেন নামের বানান ও জন্ম সালে ভুল ধরা পড়েছে। সঙ্গে সঙ্গে সংশোধনের জন্যও আবেদন করা হয়। কিন্তু এক বছরের বেশি সময় পার হলেও তা আর ঠিক হয়নি।

এ বিষয়ে রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপপরিচালক মোহাম্মদ কামাল হোসেন খন্দকার জানান, এ অফিসে তিনি একমাত্র কর্মকর্তা। সবাইকে ওইভাবে মনিটরিং করা সম্ভব না। তবে যেহেতু অভিযোগ এসেছে। বিষয়টি খতিয়ে দেখব। আর কোনো নির্দিষ্ট আনসার সদস্য বা অন্য কারও বিরুদ্ধে অভিযোগ করলেও ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, গত মাসে তাদের অফিসে প্রায় ৩ হাজার ৬০০’র মতো আবেদন হয়েছে। গড়ে আবেদনের সংখ্যা এমনই থাকে। প্রতিদিন গড়ে প্রায় শতাধিক আবেদন থাকছেই। একারণে দীর্ঘ লাইন তৈরি হয়। আর এই অফিসে নেটওয়ার্কের কিছু সমস্যা আছে। এতে কিছুটা দুর্ভোগ তৈরি হতে পারে। তবে এটা সত্য ভুল সংশোধনের জন্য একটু সময় বেশি লাগে। তাবে তারা যতটা দ্রুত সম্ভব পাসপোর্ট দেওয়ার চেষ্টা করেন।

এসএন

Header Ad
Header Ad

ঢাকায় মার্কিন নাগরিকদের জন্য চলাচলে সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দেশে চলমান বিক্ষোভের প্রেক্ষিতে ঢাকায় অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) গুলশানে অবস্থিত মার্কিন দূতাবাস এই সতর্কতা জানিয়ে এক বিবৃতি প্রকাশ করেছে।

বিবৃতিতে মার্কিন দূতাবাস জানায়, গাজা সংঘাতের প্রতিক্রিয়ায় সোমবার ঢাকাসহ সারাদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করবে, যা পরে বড় একটি গণবিক্ষোভে পরিণত হতে পারে। এতে যানজটের সমস্যা বাড়বে এবং দূতাবাসের কাছে প্রতিবাদ আন্দোলন হতে পারে। এই পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

দূতাবাস আরও জানায়, যদিও বিক্ষোভগুলো শান্তিপূর্ণ হতে পারে, তবে তা সংঘর্ষে এবং সহিংসতায় রূপ নিতে পারে। তাই মার্কিন নাগরিকদের বড় সমাবেশ এবং বিক্ষোভ থেকে দূরে থাকতে, এবং যেকোনো জনসমাগমের আশপাশে চলাচলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। তারা আরও বলে, নাগরিকদের উচিত তাদের নিরাপত্তা পরিকল্পনা পুনর্বিবেচনা করা এবং স্থানীয় পরিবেশ ও সংবাদমাধ্যম থেকে হালনাগাদ তথ্য গ্রহণ করা।

এছাড়া, দূতাবাস মার্কিন নাগরিকদের জরুরি যোগাযোগের জন্য চার্জযুক্ত মোবাইল ফোন বহন করার পরামর্শ দিয়েছে এবং জনসমাগম ও বিক্ষোভ থেকে বেঁচে চলার জন্য সতর্ক থাকতে বলা হয়েছে।

Header Ad
Header Ad

ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার নিন্দা জানালো কুমিল্লা বিশ্ববিদ্যালয়

ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি বাহিনী কর্তৃক সংঘটিত চলমান গণহত্যার বিরুদ্ধে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। সোমবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) কর্তৃক গাজার নিরীহ নারী ও শিশুসহ বেসামরিক মানুষের ওপর অবিরাম হামলা, গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস এবং ঘরবাড়ি, হাসপাতাল ও স্কুলে পরিকল্পিতভাবে আঘাত হানা আন্তর্জাতিক মানবাধিকার ও মানবতাবিরোধী আইন লঙ্ঘনের সামিল। নিরীহ মানুষ হত্যা, পরিবার উচ্ছেদ এবং শিশুদের এতিম করে তোলার মতো অমানবিক ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানান, এসব কর্মকাণ্ড জেনেভা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন, যেখানে যুদ্ধাবস্থায় বেসামরিক জনগণ ও অবকাঠামোর ওপর হামলা নিষিদ্ধ। প্রতিটি প্রাণহানি, প্রতিটি শিশু এতিম হওয়া এবং প্রতিটি পরিবারের উদ্বাস্তু হওয়া—এগুলোই সংকট সমাধানে বিশ্বব্যাপী জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।

এছাড়া বিজ্ঞপ্তিতে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের শান্তিকামী দেশগুলোকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান এবং দোষীদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের আওতায় ব্যবস্থা গ্রহণ এবং নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ জানানো হয়।

শান্তি, ন্যায় ও মানবিক মূল্যবোধে অটল থাকা প্রতিষ্ঠান হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনের জনগণের পাশে থাকার ঘোষণা দিয়েছে বিজ্ঞপ্তির মাধ্যমে এবং ফিলিস্তিনের পাশে থামা ও স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার।

Header Ad
Header Ad

প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা–১ জয় করলেন বাবর আলী

পর্বতারোহী বাবর আলী। ছবি: সংগৃহীত

বাংলাদেশের পর্বতারোহী বাবর আলী প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয় পর্বতমালায় অবস্থিত অন্নপূর্ণা-১ (৮,০৯১ মিটার) শৃঙ্গে পৌঁছেছেন। ৭ এপ্রিল সোমবার সকালে তিনি এই ইতিহাস তৈরি করেন। অন্নপূর্ণা-১ পর্বত জয় করার পর বাবর আলী সেখানে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। তার সঙ্গে ছিলেন গাইড ফূর্বা অংগেল শেরপা।

এই কৃতিত্বের বিষয়ে অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান এবং নেপালের মাকালু অ্যাডভেঞ্চারের পরিচালক মোহন লামসাল গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন।

বাবর আলী পেশায় একজন চিকিৎসক এবং চট্টগ্রামভিত্তিক পর্বতারোহণ ক্লাব 'ভার্টিক্যাল ড্রিমার্স' এর অন্যতম প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক। গত বছর, তিনি প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট এবং চতুর্থ সর্বোচ্চ পর্বত লোৎসে জয় করেছিলেন।

অন্নপূর্ণা-১ পৃথিবীর দশম সর্বোচ্চ পর্বত হলেও এটি অত্যন্ত বিপজ্জনক হিসেবে পরিচিত। পর্বতারোহীদের মৃত্যুর হার এখানে অনেক বেশি, যা এই পর্বতটিকে বিশ্বের অন্যতম ভয়াবহ শৃঙ্গ হিসেবে দাঁড় করিয়েছে। তবে, বাবর আলী এ ব্যাপারে বেশ প্রস্তুতি নিয়ে ২৪ মার্চ বাংলাদেশ থেকে নেপালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কাঠমান্ডু থেকে পোখারা হয়ে ২৮ মার্চ তিনি পৌঁছান অন্নপূর্ণা বেজক্যাম্পে। সেখানে এক দিন বিশ্রাম নেয়ার পর, উচ্চতার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে ক্যাম্প–১ (৫২০০ মিটার) এবং ক্যাম্প–২ (৫৭০০ মিটার) এ কিছু দিন কাটানোর পর তিনি চূড়ার দিকে রওনা দেন।

বাবর আলী পরিকল্পনা অনুযায়ী ৩ এপ্রিল আবার চূড়ার পথে উঠতে শুরু করেন। এই সময় একটি তুষারঝড় শুরু হলেও, বাবর আলী প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ৬ এপ্রিল রাতে ক্যাম্প–৩ (৬৫০০ মিটার) থেকেই চূড়ায় আরোহণের চূড়ান্ত পদক্ষেপ (সামিট পুশ) নেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ঢাকায় মার্কিন নাগরিকদের জন্য চলাচলে সতর্কতা জারি
ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার নিন্দা জানালো কুমিল্লা বিশ্ববিদ্যালয়
প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা–১ জয় করলেন বাবর আলী
বৈশাখে যারা ইলিশ কিনে খাবেন তারা আইনের লঙ্ঘন করবেন: উপদেষ্টা ফরিদা
ঢাকা-রংপুর ৪ লেন প্রকল্পে পলাশবাড়ীতে এক জমি দুইবার বিক্রি, গাইবান্ধা ডিসি অফিসের কর্মকর্তাদের যোগসাজশে ১৫ কোটি টাকার অধিক লুটপাটের চেষ্টা
ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় ভারতে বিদ্যুৎ বিভাগের 'মুসলিম কর্মী' বরখাস্ত
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বেনাপোল ও শার্শায় বিক্ষোভ মিছিল
গাজার কর্মসূচি নিয়ে হুমকি, চাকরি হারালেন ড্যাফোডিলের সেই শিক্ষিকা
নওগাঁয় নিজ বাড়ি থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার
ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ
জুলাই হত্যাকাণ্ডের বিচার আইসিসিতে পাঠানোর কথা ভাবছে সরকার: প্রেস সচিব
ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সারাদেশে চলছে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি
যুদ্ধের মাঝে ট্রাম্পের সাথে বৈঠকে যুক্তরাষ্ট্রে ছুটলেন নেতানিয়াহু
রাজশাহীতে ট্রাক-বাসের সংঘর্ষে নিহত তিন, আহত অর্ধশত
পুরান ঢাকায় নাজিমউদ্দিন রোডে আগুন, নিহত ১
ইসরাইলি বসতিতে হামাসের মুহুর্মুহু রকেট হামলা (ভিডিও)
আমরা গাজায় আরও তীব্র হামলা চালাব: ইসরায়েলি প্রধানমন্ত্রী
নওগাঁয় আকাশ থেকে পড়ল বিরল আকৃতির শীলা, আতঙ্কিত এলাকাবাসী
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সারাদেশে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির ডাক
বিয়ের গেটে পার্টি স্প্রে দেওয়া নিয়ে মারামারি, ভাঙল বিয়ে