১৪৪ ধারা থাকায় হয়নি সমাবেশ, বিএনপির অভিযোগ!
ফেনীর পরশুরামে ১৪৪ ধারা জারি থাকায় বিএনপি নেতাকর্মীরা মাঠে না থাকলেও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অবস্থান করেছিল। ফেনীর পরশুরামে বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে একই দিনে একই স্থানে আওয়ামী লীগও সমাবেশ ডাকায় উত্তেজনাকর পরিস্থিতি ও সংঘর্ষের আশংকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সভা সমাবেশের ওপর ১৪৪ ধারা করা হয়। ফলে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ হয়নি।
তবে বিএনপি অভিযোগ করে, আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের বাড়ীর সামনে ও আশেপাশে ভীতিকর মোটরসাইকেল মহড়া দিয়েছে। এতে বিএনপির নেতারা অনেটাই নিজ নিজ বাড়ীতে অবরুদ্ধ থাকতে হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১টায় পরশুরাম উপজেলা বিএনপির পক্ষ থেকে উপজেলার সদরের স্টেশান এলাকায় বিএনপি কার্যালয় সংলগ্ন স্থানে বিক্ষোভ সমাবেশ আহ্বান করেছিল।
পরে পরশুরাম উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ছাত্রলীগ একই সময় একই স্থানে পাল্টা সমাবেশ আহ্বান করে। এতেই সেখানে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছিল। এ অবস্থায় এলাকায় আইন শৃংখলা, শান্তি রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত সমগ্র উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়।
গত সোমবার রাতে পরশুরাম পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা শামসাদ বেগম স্বাক্ষরিত ১৪৪ ধারা জারি সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। এতে বলা হয়, দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচীকে কেন্দ্র করে পক্ষদ্বয়ের মধ্যে মারামারির ঘটনাসহ আইন-শৃংখলা পরিস্থিতির অবনতির সম্ভাবনা দেখা দেওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়।।
পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম অভিযোগ করেন, তারা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলায় দলীয় কার্যালয় সংলগ্ন স্থানে বিক্ষোভ সমাবেশ আহ্বান করেন। কিন্তু সোমবার সন্ধ্যা থেকেই আওয়ামী লীগ ও তাদের অংগ সংগঠনের নেতাকর্মীরা বিএনপির কর্মসূচীকে পন্ড করার জন্য পাল্টা সমাবেশ আহ্বান করে মাইকে প্রচারণা শুরু করেছে। এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। আইন-শৃংখলা ও শান্তি রক্ষার অজুহাত দেখিয়ে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দিয়ে ১৪৪ ধারা জারি করা হয়। যাতে বিএনপি সমাবেশ করতে না পারে।
ফেনী জেলা বিএনপির সদস্য সচিব অভিাযোগ করেন, আওয়ামী লীগ স্থানীয় প্রশাসনকে ব্যবহার করে ১৪৪ ধারা জারি করে বিএনপির সমাবেশ বন্ধ করেছে। আওয়ামী ও ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা সারা উপজেলার বিএনপির নেতাদের বাড়ীর সামনে এবং আশেপাশে মোটর সাইকেলে করে মহড়া দিয়ে তাদেরকে এক ধরনের অবরুদ্ধ করে রাখে। তিনি বলেন, এসব করে বিএনপি দমানো যাবে না। সরকারের পতন ঘন্টা বাজতে শুরু করেছে।
পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার জানান, ২৩ আগষ্ট ছাত্রলীগের পূর্ব নির্ধারিত সভা ছিল। ঘটনাক্রমে উভয় সংগঠনের কর্মসূচী একই দিন হওয়ায় প্রশাসন মনে করেছে হয়তো কোন ধরনের সংঘর্ষ বা অপ্রীতিকার ঘটনা ঘটতে পারে। ওই আশংকা থেকেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। বিএনপি নেতাদের বাড়ির সামনে বা আশেপাশে মোটরসাইকেল ভীতিকর মহড়া দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তিনি এ ধরনের কোন অভিযোগও শোনেননি।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির একই দিনে একই সময় বিক্ষোভ সমাবেশ আহ্বান কারার মঙ্গলবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। কেউ যেন কোন ধরনের সমাবেশ বিক্ষোভ বা আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি না ঘটাতে পারে সে জন্য পুলিশী টহল জোরদার করা হয়েছিল। এতে শান্তিপূর্ণ ভাবেই দিনটি শেষ হয়েছে।
এএজেড