'ফেনীর প্রতি ভালোবাসা ও আবেগ অনেক'
ফেনীর বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেছেন, ফেনী একটি অগ্রগামী জেলা, এ জনপদের মানুষ অতিথি পরায়ণ। পুলিশ সুপার হিসেবে ফেনী আমার প্রথম কর্মস্থল। তাই এ জনপদের প্রতি আমার ভালোবাসা অকৃত্রিম, আবেগ অপরিসীম। কর্তব্যকালীন সময়ে জেলা পুলিশকে কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করার চেষ্টা করেছি।
দায়িত্বকালীন সময়ে অপরাধ দমনে যতটা কঠোর ছিলাম, তেমনি নাগরিকের দোরগোড়ায় পুলিশী সেবা পৌঁছে দিতে ততোধিক মনোযোগী থেকেছি। জেলা পুলিশের সেবার মান বৃদ্ধিতে কিছু সুনির্দিষ্ট কাজের সূচনা করতে পেরেছি। গত ৯ মাস ১৭ দিনে আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। নতুন কর্মস্থলে সফলতার জন্য আপনাদের ভালবাসা ও দোয়া প্রত্যাশা করছি।
ফেনীতে বিগত নয় মাসের বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে আজ ২২ আগস্ট সোমবার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এসব কথা বলেন।
ফেনী পুলিশ সুপারের কার্যালয়ে কনফারেন্স রুমে মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নাদিয়া ফারজানা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল থোয়াই অং প্রু মারমাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফেনীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার আরও বলেন, আজ বিদায় ক্ষণে হৃদয়ের স্মৃতিপটে বারবার নাড়া দিয়ে উঠছে বিগত নয় মাসের বিভিন্ন স্মৃতি কথা ও অভিজ্ঞতা। এইতো সেদিন ৫ নভেম্বর ২০২১ সালে আপনাদের জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদান করি। যোগদানের শুরু থেকে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে কাজ করতে করতে চোখের পলকেই কেটে গেল নয়টি মাস। চলতি মাসেই সিলেট জেলার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ পেয়েছি। ফেনীতে কর্মকালীন আপনাদের সবার সহযোগিতা পেয়েছি। বিদায়বেলা তাই আবেগ আপ্লুত হয়েছি।
এএজেড