তিন পার্বত্য জেলায় হচ্ছে সীমান্ত সড়ক, মিলবে সুফল
তিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় তৈরি করা হচ্ছে সীমান্ত সড়ক। ১০৩৬ কিলোমিটার সীমান্ত সড়কের কাজ পুরোপুরি শেষ হলে লাভবান হবে কৃষক, বাড়বে পর্যটক, স্থাপন হবে আঞ্চলিক সংযোগ ও ব্যবসা-বাণিজ্যের প্রসার হবে। পাহাড়ের বুক চিঁড়ে এই সড়ক নির্মাণ করছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, তিন পার্বত্য জেলায় ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ১০৩৬ কিলোমিটার সীমান্ত সড়কের কাজ চলমান আছে। প্রথম পর্যায়ে ৩১৭ কিলোমিটারের কাজ সাতটি সেগমেন্টে বাস্তবায়ন করা হচ্ছে। এরপর শুরু হবে দ্বিতীয় পর্যায়ের কাজ। এরইমধ্যে তিন পার্বত্য জেলার সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় বান্দরবান জেলার থানচি উপজেলার দূর্গম সীমান্তবর্তী এলাকার রেমাক্রী, লিক্রি ও বাকলাই এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে সীমান্ত সড়ক ও তিন পার্বত্য জেলার আন্তঃসংযোগ সড়ক।
আরো জানা যায়, প্রথম পর্যায়ের তিন পার্বত্য জেলায় ৩১৭ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় বান্দরবান জেলার রুমা, থানচি ও আলীকদম উপজেলার দূর্গম সীমান্ত এলাকায় নির্মিত হচ্ছে ৯২ কিলোমিটার সীমান্ত সড়ক।
এদিকে স্থানীয়রা বলছেন, সীমান্ত সড়ক প্রকল্প শেষ হলে তিন পার্বত্য জেলার কৃষি ও পর্যটনসহ আর্থ-সামাজিক অবস্থা পাল্টে যাবে। স্থাপন হবে জেলাগুলোর মধ্যে আঞ্চলিক সংযোগ। নিশ্চিত হবে সীমান্তের নিরাপত্তা। ঠেকানো যাবে অবৈধ পথে পণ্য পরিবহন। প্রসার হবে কৃষি ও পর্যটন ব্যবসার।
থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াই হ্লা মং মারমা জানান, সীমান্ত সড়ক আমাদের দরকার। থানচি মিয়ানমার ঘেঁষা একটা উপজেলা। এ সড়কের কারণে দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার হবে। রাষ্ট্রের জন্য এ সড়ক অনেক উপকারে আসবে। অনাবাদি জায়গাগুলো আবাদযোগ্য হবে। সহজেই পণ্য পরিবহন করে নিয়ে আসতে পারবে চাষীরা। এতে অর্থনৈতিকভাবে লাভবান হবে কৃষক। এ সীমান্ত সড়কে আসলে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে পারবেন পর্যটকরা। প্রসার হবে ব্যবসা-বাণিজ্যের ।
এ ব্যাপারে ১৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন ও প্রকল্প কর্মকর্তা মেজর মোস্তফা কামাল জানায়, সমুদ্রপৃষ্ট থেকে প্রায় ৩ হাজার ৫০০ ফুট উচ্চতায় বান্দরবানের থানচি উপজেলায় সড়ক নির্মাণ করছে সেনাবাহিনী। ২০১৮ সালের জুন মাসে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ব্রিগেড ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশনের সার্বিক তত্ত্বাবধানে তিন পার্বত্য জেলায় সীমান্ত সড়ক নির্মাণের কাজ শুরু করে সেনাবাহিনীর ১৬, ২০ ও ২৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ান। আর ২০২৪ সালে এই সড়কের ১ম পর্যায়ের কাজ সমাপ্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরো বলেন, আন্ত:সংযোগ সড়কটির কাজ শেষ হলে উপকার হবে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থার। আর দুর্গম এলাকায় উৎপাদিত কৃষি পণ্য সহজে বাজারজাত করা যাবে।
এর আগে রবিবার (২১ আগস্ট) হেলিকপ্টারযোগে ঢাকা থেকে বান্দরবানের থানচির বাকলাই সেনাবাহিনীর ক্যাম্পে অবতরণ করে সড়ক পরিদর্শন ও সেনাবাহিনীর কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কোরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদুর রহমান, সীমান্ত সড়ক প্রকল্প পরিচালক কর্ণেল এ এন এম ফয়েজুর রহমান,ভারপ্রাপ্ত উপ প্রকল্প পরিচালক মেজর সাঈদ মো. জাহিদুর রহমান, কোম্পানি অধিনায়ক,৩কনস্ট্রাকশন কোম্পানী, ১৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন ও প্রকল্প কর্মকর্তা মেজর মোস্তফা কামালসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।