কক্সবাজারে ট্রলার ডুবিতে নিখোঁজ ৭ জেলের মরদেহ উদ্ধার
কক্সবাজারের বঙ্গোপসাগরের নাজিরারটেক চ্যানেলে ট্রলার ডুবির ঘটনায় আরও ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ২ দিনে ট্রলার ডুবির ঘটনায় ৭ জেলের মরদেহ উদ্ধার হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন একজন।
রবিবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস।
নিহতরা হলেন- কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের নাজির হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৮) ও সৈয়দ নুরের ছেলে নুরুল ইসলাম (৩৫)।
এর আগে সকাল ১১টার দিকে মহেশখালীর সোনাদিয়া চ্যানেল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন- খুরুশকুলেরর পূর্ব হামজার ডেইল মৃত মো. সুলতানের ছেলে হোসেন আহমদ (৪২), খুরুশকুলের মামুন পাড়ার আবুল হোসেনের ছেলে আজিজুল হক (৩২), ও হামজার ডেইল এলাকার নুরুল হকের ছেলে মো. আবছার (২২)।
ওসি শেখ মুনীর উল গীয়াস বলেন, রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে নিখোঁজ ২ জেলের মরদেহ উদ্ধার করেন স্থানীয় জেলে ও তাদের আত্মীয়স্বজনরা। এর আগে সকালে ৩ জনের ও শনিবার বিকালে তৈয়ব ও সাইফুল নামের ২ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে ট্রলার ডুবিতে ৭ জনের মরদেহ এবং ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত খোরশেদ আলম নামের এক জেলে নিখোঁজ রয়েছেন।
এসজি/