কক্সবাজারে ট্রলারডুবি: নিখোঁজ ৫ জেলের মরদেহ উদ্ধার
কক্সবাজারের বঙ্গোপসাগরের নাজিরারটেক মোহনায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আরও ৩ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২১ আগস্ট) সকাল ১১টার দিকে মহেশখালীর সোনাদিয়া চ্যানেল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জেলেরা হলেন- সদর উপজেলার খুরুশকুল মামুনপাড়া এলাকার আজিজুল হক, পূর্ব হামজার ডেইল এলাকার হোছেন আহমেদ ও নুরুল আবছার।
শনিবার (২০ আগস্ট) বিকাল থেকে রবিবার বেলা ১১টা পর্যন্ত ৫ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে তিনটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা। পরে মরদেহ তিনটি উদ্ধার করে খুরুশকুলের ঘাটে নিয়ে আসা হয়। উদ্ধার হওয়া মরদেহগুলো ডুবে যাওয়া একই ট্রলারের তিন জেলের বলে শনাক্ত করেছে পরিবার। মরদেহগুলো পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তী পদক্ষেপ নেওয়ার পর স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, গত শুক্রবার (১৯ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে কক্সবাজারের বঙ্গোপসাগরের নাজিরারটেক চ্যানেলে মাছ ধরার ট্রলার ডুবে ১১ জেলে নিখোঁজ হন। এসময় ট্রলারে থাকা ১৯ জন জেলের মধ্যে ৮ জনকে উদ্ধার করা হয়। বাকিদের উদ্ধারে কোস্টগার্ড ও জেলেরা উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখেন। এর মধ্যে শুক্রবার সন্ধ্যার পর থেকে বিচ্ছিন্নভাবে ৬ জন জেলেকে উদ্ধার করা হয়। আর নিখোঁজ ৫ জেলের মধ্যে সবারই মরদেহ উদ্ধার করা হয়েছে।
এসজি/