দায়িত্বে অবহেলা: মুরাদনগর থানার ওসি প্রত্যাহার
দায়িত্বে অবহেলার অভিযোগে কুমিল্লার মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল হাসিমকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। গতকাল শনিবার (২০ অগাস্ট) জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে কুমিল্লা থেকে চট্টগ্রামে সরিয়ে নেওয়া হয়।
জেলা পুলিশের একাধিক সূত্র জানায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। এ সময় তিনি মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাস টার্মিনাল এলাকায় তীব্র যানজটের কবলে পড়েন। আধা ঘণ্টারও বেশি সময় তিনি যানজটে আটকা থাকার পর বিষয়টি কুমিল্লা পুলিশ সুপারকে অবহিত করেন। এ ঘটনার পরই মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শনিবার দুপুর দুইটার মধ্যে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়। তবে চিঠিতে ওই পুলিশ কর্মকর্তাকে সরিয়ে নেওয়ার কোনও কারণ উল্লেখ করা হয়নি।
এ ব্যাপারে কুমিল্লার অতিরিক্তি পুলিশ সুপার এম তানভীর আহমেদ জানান, দায়িত্বে গাফিলতির কারণে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সরিয়ে দেওয়া কিংবা প্রত্যাহার করা হয়েছে এটা বলা যাবে না- তাকে ‘ক্লোজড’ করা হয়েছে।
মুরাদনগর থানার প্রত্যাহারকৃত ওসি আবুল হাসিম বলেন, ‘ডিআইজি স্যার ওই সড়ক পথে সকাল বেলা ব্রাহ্মণবাড়িয়া যাবেন এমন কোনও তথ্য আমার কাছে ছিল না। তা ছাড়া এই মহাসড়কের যানজট নিরসনে হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশ নিয়োজিত ছিলেন। তারপরও আমি অবগত থাকলে অবশ্যই যানজট নিরসন করে রাখতাম।’
চিঠি হাতে পিয়েই ওসি মুরাদনগর ছেড়েছেন বলে থানা সূত্রে জানা গেছে।
এসআইএইচ