বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২২ মাঘ ১৪৩১
Dhaka Prokash

ফিরে দেখা ২০২১

বছরজুড়ে রাজশাহীর আলোচিত যত ঘটনা

বিদায়ী বছরে রাজশাহী হারিয়েছে তিন প্রখ্যাত ব্যক্তিকে। এর মধ্যে ১৫ নভেম্বর রাজশাহীর নিজ বাড়িতে মারা গেছেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। এর আগে ৩১ মার্চ মারা গেছেন রাজশাহীর ভাষা সৈনিক আবুল হোসেন। এ দুই গুণী ব্যক্তিকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি রাজশাহী।

আরেক গুণী ব্যক্তি ছিলেন কণ্ঠশিল্পী রেজাউল করিম। জেলার বাঘা উপজেলার দিঘা গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। পেশায় ভ্যানচালক রেজাউলের গলায় ছিল অসাধারণ সুর। ১৪ আগস্ট পার্শ্ববর্তী লালপুরের এক গ্রামে বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত এ শিল্পীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। রেজাউলের মৃত্যু এখনও মেনে নিতে পারেননি সাংস্কৃতিককর্মীরা।

হারানোর এসব বেদনার মধ্যেও কিছু ভালো খবর আছে। ২৬ এপ্রিল ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পায় রাজশাহীর রেশম। ঐতিহ্যের রেশম এখন শুধু রাজশাহীর। এ ছাড়া ৬ অক্টোবর প্রকাশিত শিল্প মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেড মার্ক তাদের নম্বর জার্নালে রাজশাহীর ফজলি আমকেও জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ দুই অর্জন রাজশাহীর বড় পাওয়া।

২৬ মার্চ রংপুর থেকে কয়েকটি পরিবার পিকনিক করতে এসেছিল রাজশাহীতে। শহরের অদূরে কাটাখালীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মুহূর্তেই মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। এতে জীবন্ত পুড়ে মরেন ১৭ জন। যাত্রীদের মধ্যে কেবল একজন বেঁচে যান। ঘটনাটির ভিডিও ফুটেজ দেখে এখনও আঁতকে ওঠে মানুষ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একটি ‘লজ্জার’ দিন ৬ মে। দিনটি রাবির তৎকালীন উপাচার্য অধ্যাপক আবদুস সোবহানের জন্য লজ্জাজনক হয়ে ওঠে। শেষ কর্মদিবসের আগের দিন তিনি মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে ১৩৮ জনকে ‘গণনিয়োগ’ দিয়ে যান। অবশ্য নিয়োগপ্রাপ্তরা এখনও যোগ দিতে পারেননি। কিন্তু নজিরবিহীন এ নিয়োগ রাবি মনে রাখবে সব সময়।

একটু ‘রগচটা’ মানুষ রাজশাহীর আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলী। ৬ জুলাই তিনি এলাকার এক শিক্ষককে মারধর করে বসেন। এর জেরে মামলা হলে পুলিশ ওই রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা, অস্ত্র ও মাদকসহ স্ত্রী ও ভাতিজাকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তার হন মেয়রও। সরকার তাকে মেয়রের পদ থেকে বরখাস্ত করে। সম্প্রতি মুক্তার আলী কারাগার থেকে বের হয়েছেন।

নভেম্বরে কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর দুটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এতে বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে কটূক্তি এবং সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সম্পর্কে আপত্তিকর মন্তব্য করতে শোনা যায়। এর প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে আব্বাস। মামলাও হয়। ঢাকা থেকে আব্বাস গ্রেপ্তার হন। তিনি এখন কারাগারে। আব্বাসকেও সাময়িক বরখাস্ত করেছে সরকার।

১২ সেপ্টেম্বর রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেনের দপ্তরে ঢুকে সচিব ও হিসাব বিভাগের উপপরিচালক বাদশা হোসেনের ওপর চড়াও হন অফিসার্স কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও উপসচিব ওয়ালিদ হোসেনসহ তার সহযোগীরা। এ ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।

গত ১৬ ডিসেম্বরের আরেক ভিডিও ভাইরাল হলে বহিষ্কার করা হয় রাজশাহীর তাহেরপুর পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক খন্দকার মো. আবদুর রাজ্জাককে। ভিডিওতে বঙ্গবন্ধুর খুনি ও তার পরিবারের সদস্যদের জান্নাত চাইতে দেখা যায় রাজ্জাককে। মোনাজাতে অংশ নেওয়া দলীয় নেতারা এতে আমিনও বলেন।

১০ নভেম্বর রাজশাহীর তানোরে রাষ্ট্রপতি স্বর্ণপদকপ্রাপ্ত স্বশিক্ষিত কৃষিবিজ্ঞানী নূর মোহাম্মদের ১০ বছরের গবেষণালব্ধ ৬২ জাতের ধানের প্লট তছনছ করে দেন তানোর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল ওহাব। এ নিয়ে থানায় মামলা হয়েছে।

১৬ সেপ্টেম্বর কুষ্টিয়া থেকে রাজশাহী আসা এক ট্রেনে সন্তানের জন্ম দেন এক প্রসূতি নারী। রাজশাহীর বাঘা ও নাটোরের লালপুরের মাঝামাঝি স্থানে মা হন তিনি। এ ঘটনায় ট্রেনের মধ্যে সেদিন যারা প্রসব কাজে সহযোগিতা করেছিলেন তাদের সবাইকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেয় পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ।

বছরের শুরুতেই ১৪ জানুয়ারি মামলা দিতে চাওয়ায় রাজশাহীতে বেধড়ক পিটুনির শিকার হন বিপুল কুমার ভট্টাচার্য নামের এক ট্রাফিক সার্জেন্ট।

২২ জানুয়ারি নিঃসন্তান এক নারী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক নবজাতককে চুরি করে নিয়ে যান। দুদিন পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। উদ্ধার হয় শিশুটি।

গত ২ মার্চ অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় সমাবেশে সরকার উৎখাতের ঘোষণা দেওয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও দলের আরেক নেতা শফিকুল হক মিলনের বিরুদ্ধে আদালতে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তারা জামিন পান।

গাছ কেটে পাখি হত্যার অভিযোগে গত ১০ সেপ্টেম্বর রামেক হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালতে মামলা করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। আবার পাখিদের বাসা ভাড়া হিসেবে আদালতের নির্দেশে ২৫মে রাজশাহীর বাঘার পাঁচ আমবাগান মালিককে ৩ লাখ ১৩ হাজার টাকা দেয় সরকার।

এ বছরের ৯ জানুয়ারি রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে আছড়ে পড়ে একটি প্রশিক্ষণ বিমান। আবার ১৬ মার্চ তানোরের এক আলুক্ষেতে আছড়ে পড়ে আরেকটি প্রশিক্ষণ বিমান। ১৮ জুন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কামরুল মনির, ৯ মে জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা এবং ২১ এপ্রিল জেলা আওয়ামী লীগের আরেক নেতা ও গোদাগাড়ী পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বাবু মারা যান।

বছরের শেষভাগে গত ১৯ নভেম্বর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য হিসেবে জায়গা পান সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। দীর্ঘদিন ধরেই লিটনকে এ পদে দেখার আশায় ছিলেন রাজশাহীবাসী।

২০২০ সালের ১০ ডিসেম্বর রাজশাহীর চাঞ্চল্যকর শাহেন শাহ হত্যা মামলার রায় ঘোষণার প্রথম দিন ছিল। এরপর ২০২১ সালে সারাবছর রায়ের দিন পিছিয়েছে। বছরের শেষে গত ৯ ডিসেম্বর রায় হয়েছে। আলোচিত এ মামলায় সব আসামির দণ্ড হয়েছে। এরমধ্যে ৯ জনের ফাঁসি এবং ২২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বছরের মাঝামাঝি সময় রাজশাহীর ভালো যায়নি করোনার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের আক্রমণে। ১১ জুন থেকে শুরু হয়েছিল আঞ্চলিক লকডাউন। বিধি-নিষেধ বাড়ানো হয়েছিল কয়েক দফা। এতে অর্থনীতিতে স্থবিরতা নেমে আসে। এর আগে ৭ ফেব্রুয়ারি থেকেই রাজশাহীতে শুরু হয়েছিল করোনার টিকা প্রয়োগ।

সেদিন মানুষের ভীতি কাটাতে প্রথম টিকা নিয়েছিলেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। রাজশাহীতে এখনও টিকা প্রয়োগের কার্যক্রম চলছে। আগে দুই ডোজ নিয়েছেন এমন ষাটোর্ধ্ব ব্যক্তিদের গত বুধবার থেকে বুস্টার ডোজও দেওয়া হচ্ছে।

এসএসকে/এএন

Header Ad
Header Ad

বগুড়ায় ৫০ টাকা অফারে টি-শার্ট কিনতে গিয়ে হুলস্থুল কান্ড, নিয়ন্ত্রণে সেনাবাহিনী

বগুড়ায় ৫০ টাকা অফারে টি-শার্ট কিনতে গিয়ে হুলস্থুল কান্ড। ছবি: সংগৃহীত

বগুড়ার জলেশ্বরীতলায় ‘লাইফ ওকে’ নামের এক পোশাক বিক্রির শো-রুম উদ্বোধন উপলক্ষ্যে ৫০ টাকায় মিলবে টি-শার্ট এমন ঘোষণায় হুলস্থুল কান্ড ঘটেছে।

ছাড়ের খবরে আজ বুধবার সকালে শো-রুমটির সামনে এতো সংখ্যক মানুষ জড়ো হন যে, আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়। এছাড়াও শো-রুমটির বিক্রেতাদের মারপিটের শিকার হয়েছেন সস্তার ক্রেতারা।

জানা গেছে, চট্টগ্রামের প্রতিষ্ঠান ‘লাইফ ওকে’ বগুড়ায় প্রথমবারের মতো তাদের আউটলেট খুলতে যাচ্ছে। এ উপলক্ষ্যে প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজে ঘোষণা দেয় ‘মাত্র ৫০ টাকায় টি-শার্ট, এক থেকে দেড়শ’ টাকার মধ্যে মিলবে শার্ট এবং আড়ইশ’ টাকায় পাওয়া যাবে এক্সপোর্ট ইউএসপোলো সোয়েটার।

এমন পরিস্থিতিতে সেখানে সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হন।। ছবি: সংগৃহীত

এমন ঘোষণায় আজ সকাল থেকে অগণিত নারী-পুরুষ শো-রুমটির সামনে ভিড় করেন। জনসমাগম এমন ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে যে, পুরো জলেশ্বরীতলা এলাকা স্তব্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় রাস্তার যান চলাচল, লোকজনের চাপে আশেপাশের দোকানপাটও বন্ধ করতে বাধ্য হন ব্যবসায়ীরা, দেখা দেয় নিরাপত্তার শঙ্কা। এমন পরিস্থিতিতে সেখানে সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হন।

সেনাবাহিনী আগত লোকজনকে রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করেন, এতে কাজ না হলে লাঠি চার্জ শুরু করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দুই দফা লাঠি চার্জের পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে শো-রুমটি খুলে দেওয়া হয়। এর পরপরই আবারও লোকজন হুমড়ি খেয়ে পড়েন। এতে পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়।

এমন পরিস্থিতিতে শো-রুমটির বিক্রেতারা ক্রেতাদের ওপর ক্ষিপ্ত হয়ে মারপিট করেন। পড়ে সেনাবাহিনীর উপস্থিতিতে দ্রুত শো-রুমটি বন্ধ করে ভেতরে থাকা ক্রেতাদের বের করে দিয়ে আগামী সাতদিনের জন্য শো-রুমটি বন্ধ করে দেওয়া হয়।

 

Header Ad
Header Ad

নওগাঁ সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

ছবি: সংগৃহীত

নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যক্তির নাম সিরাজুল ইসলাম (৪২)। তিনি সাপাহার উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের ওসমান আলীর ছেলে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আদাতলা ভারত সীমান্তের ৪৪/১-এস পিলার এলাকা থেকে সিরাজুল ইসলামকে ধরে নেওয়া হয়। সিরাজুল ইসলামের স্ত্রী এজেলা খাতুন বিএসএফের বিরুদ্ধে তাঁর স্বামীকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন।

সিরাজুলের পরিবার ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় সিরাজুল আরও ছয়-সাতজনের সঙ্গে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে গরু আনতে যায়। রাত ৩টার দিকে আদাতলা সীমান্তের ৪৪/১-এস পিলার সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার নাইরকুড়ী বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা তাঁদেরকে ধাওয়া করে। এ সময় অন্যরা বাংলাদেশের সীমান্তে আসতে সক্ষম হলেও সিরাজুল বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়েন।

এ বিষয়ে বুধবর (৫ ফেব্রুয়ারি) বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ান ১৬ এর অধিনায়ক লে. কর্নেল সাদিকুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অসুস্থ্য থাকায় সংশ্লিষ্ট আদাতলা সীমান্ত চৌকির (বিওপি) কমান্ডারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

কিন্তু আদাতলা বিওপি ক্যাম্প কমান্ডারের সরকারি নাম্বারে একাধিকবার কল দিলেও কল রিসিফ না হওয়ায় তাঁর মন্তব্য জানা সম্ভব হয়নি।

তবে বিএসএফের হাতে আটক সিরাজুল ইসলামের স্ত্রী এজেলা বলেন, সিরাজুল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যায়। তবে কোথায় যাচ্ছে তা বাড়িতে বলে যায়নি। রাত ৪টার দিকে তাঁর স্বামীর সাথে ভারতে গিয়েছিলো দাবি করে এলাকার কিছু ব্যাক্তি তাঁকে বলেন, সিরাজুলকে সীমান্ত এলাকা থেকে বিএসএফ সদস্যরা ধরে নিয়ে গেছে।

Header Ad
Header Ad

মোহাম্মদপুরে বিড়াল হত্যার অভিযোগে আদালতে মামলা, তদন্তের নির্দেশ

মোহাম্মদপুরে বিড়াল হত্যার অভিযোগে আদালতে মামলা। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মনসুর নামে এক ব্যক্তির পোষা বিড়াল হত্যার অভিযোগে মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা আকবর হোসেন শিবলুর নামে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক মামলাটি গ্রহণ করে মোহাম্মদপুর থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

আজ পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী এ মামলাটি দায়ের করেন। বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের ৯ম তলার বাসিন্দা মনসুর নামে এক ব্যক্তির বিড়াল হারিয়ে যায়।

পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে এলোপাতাড়ি ফুটবলের মতো লাথি মারছেন। আসামির লাথির আঘাতে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকার পরও পা দিয়ে পিষ্ট করে মৃত্যু নিশ্চিত করেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বগুড়ায় ৫০ টাকা অফারে টি-শার্ট কিনতে গিয়ে হুলস্থুল কান্ড, নিয়ন্ত্রণে সেনাবাহিনী
নওগাঁ সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
মোহাম্মদপুরে বিড়াল হত্যার অভিযোগে আদালতে মামলা, তদন্তের নির্দেশ
চুয়াডাঙ্গায় সার কাণ্ডে বিএনপি ও যুবদলের ৫ নেতা বহিষ্কার
আজ বন্ধুর সাথে গোসল করার দিন
২ আলাদা বিভাগসহ দেশকে ৪ প্রদেশে ভাগ করার সুপারিশ
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সবাই খালাস
হাসিনার লাইভ প্রচারের আগেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজ উধাও
হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা
বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর
গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সবজিবাহী পিকআপ খাদে, চালকসহ নিহত ৩
নতুন রাজনৈতিক দল গঠনে জনগনের মতামত চাইলো হাসনাত  
এই ফটো তোলোস কেন? আদালত চত্বরে শাহজাহান ওমর  
মনে হচ্ছে বিবিসি বাংলা গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত : প্রেস সচিব  
পটুয়াখালীতে বাংলাভিশনের সাংবাদিককে কুপিয়ে জখম  
উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য তেল বিক্রি বন্ধ
বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ  
শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কড়া বার্তা হাসনাত আবদুল্লাহর  
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় আজ    
সুইডেনে স্কুলে বন্দুক হামলা নিহত ১০ জন