কুয়াকাটায় নতুন বছর বরণে লাখো পর্যটক
কুয়াকাটায় নতুন বছরকে বরণ করতে দেশ-বিদেশ থেকে লাখো পর্যটক এসে ভিড় জমিয়েছেন। থার্টি ফাস্ট নাইটকে সামনে রেখেই পর্যটক এত ভিড় বলে জানিয়েছে কুয়াকাটা পর্যটন কেন্দ্র কর্তৃপক্ষ। এর ধারাবাহিকতায় সাজানো হয়েছে হোটেল-মোটেলসহ পর্যটন স্পটগুলো।
বৃহস্পতিবার পর্যটন কেন্দ্র কর্তৃপক্ষ ঢাকাপ্রকাশকে জানায়, নতুন বছরের প্রথম দিন শনিবার থাকায় প্রতি বছরের তুলনায় এবার পর্যটকদের উপস্থিতি দ্বিগুণ লক্ষ্য করা যাচ্ছে।
কীর্তনখোলা রিসোর্টের ম্যানেজার এবরাহিম জানান, ‘গত বছরের তুলনায় এবার বেশি পর্যটকের ভিড় দেখা যাচ্ছে। তাই আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি। ইতোমধ্যে আমরা রিসোর্টে পর্যটকদের জন্য নতুন মাত্রা যুক্ত করেছি।
সিকদার রিসোর্ট এন্ড ভিলাস এর জেনারেল ম্যানেজার আল আমিন জানান, থার্টিফাস্ট নাইটে তাদের রিসোর্টের অধিকাংশ কক্ষ অগ্রিম বুকড হয়ে গেছে। থার্টিফাস্ট নাইটে বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ১২শ টাকার টিকেটে ৩০-৩৫ রকম গালা ডিনার, লাইভ কনসার্ট, ডিজে পার্টি ও ফানুস উৎসব উপভোগ করতে পারবেন পর্যটকরা।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, অসংখ্য পর্যটক টোয়াক অফিসে কুয়াকাটা সম্পর্কে জানতে ও সহযোগিতা নিতে যোগাযোগ করছেন। পর্যটকদের সেবায় টোয়াক পরিবার প্রস্তুত রয়েছে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল খালেক বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতসহ দর্শনীয় স্থানে ট্যুরিস্ট পুলিশ সদস্যদের টহল অব্যাহত রয়েছে। মোবাইল টিম ও রেসকিউ টিমও কাজ করবে।
বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র সমুদ্রকন্যা কুয়াকাটায় একই স্থানে দাঁড়িয়ে সূর্য উদয় ও সূর্য অস্ত দেখা যায়। সমুদ্র সৈকত কুয়াকাটার বেলাভূমি থেকে পর্যটকদের মিলন মেলায় মুখরিত থাকবে ১৮ কিলোমিটার সমুদ্র সৈকত। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রস্তুত থাকবেন আইন-শৃঙ্খলা বাহিনী।
এসও/এএন