শেবাচিমে নিরাপদ আবাসনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিমে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে নিরাপদ আবাসনের দাবিতে ক্যাম্পাসের প্রবেশ পথে অবরোধ ও বিক্ষোভ করেছে। এতে প্রশাসনিক ভবনের মধ্যে অধ্যক্ষ ও শিক্ষকরা আটকা পড়ে। এক পর্যায়ে শিক্ষার্থীদের দাবি-দাওয়া শুনে শিক্ষকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন।
বুধবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে পূর্ব ঘোষণা ছাড়াই কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে ছয়টি হল অনেক পুরাতন এবং জরার্জীর্ণ অবস্থায় রয়েছে। তার মধ্যে বেশিরভাগ হল থেকে ছাদের পলেস্তারা খসে পড়ে। ফলে এগুলোর ভিতরে বসবাস করা ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই নতুন হল নির্মাণের দাবি জানান তারা।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে ২ নম্বর হোস্টেলে পলেস্তারা খসে পড়ে। এরপর নতুন হল নির্মাণের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।
এদিকে শিক্ষার্থীদের এই দাবি যথাযথ বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ ডা. মনিরুজ্জামান শাহীন। তিনি বলেন, কলেজে দুটি হোস্টেল নির্মাণ কাজ শুরু হবে। আমরা অতি দ্রুতই কাজ শুরু করব।’
উল্লেখ্য, ১৯৬৮ সালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কলেজে ছয়টি হোস্টেল রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১ হাজার ৪২৪ জন।
এসআইএইচ