ছাত্রকে বিয়ে করা সেই শিক্ষকের মরদেহ উদ্ধার
নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা সেই শিক্ষক খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৪ আগস্ট) সকাল ৭টার দিকে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী কলেজছাত্র মামুন হোসেনকে আটক করেছে ডিবি পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
মামুনের বরাত দিয়ে ওসি নাছিম আহম্মেদ জানান, ভোর ৪টার দিকে মামুন প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান। ফিরে এসে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় খায়রুনকে ঝুলতে দেখেন। দ্রুত তাকে নামাতে ওড়না কাটার জন্য তাৎক্ষণিক ছুরি বা বটি না পেয়ে পকেটে থাকা লাইটার দিয়ে ওড়নার মাঝখানে পুড়িয়ে মরদেহ নামিয়েছেন তিনি।
মামুন পুলিশকে আরও জানান, তার স্ত্রী সহকারী অধ্যাপক খাইরুন নাহার বেতন পেতেন ৩৫ হাজার টাকা। বিভিন্ন জায়গায় ঋণ পরিশোধ করে হাতে থাকত মাত্র ৮ হাজার টাকা। গতকাল খাইরুন নাহারের আগের সংসারের ছেলে এসে ৫ হাজার টাকা নিয়ে যায়। বাকি ৩ হাজার টাকার মধ্যে বাড়িতে ছিল মাত্র ১ হাজার টাকা। এসব নিয়ে খাইরুনের মন খারাপ ছিল।
এদিকে ওই ঘটনা জানাজানি হলে ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে। এটা হত্যা না কি আত্মহত্যা তা নিয়ে আলোচনা শুরু হয়। আবার কেউ কেউ বলছেন, আত্মহত্যা করতে বাধ্য বা প্ররোচিত করা হয়েছে কি না তাও খতিয়ে দেখা দরকার।
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, ঘটনার তদন্ত চলছে। দ্রুতই রহস্য উদঘাটন করা হবে।
এসএন