সাতক্ষীরায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে চালকসহ ৯গরুর মৃত্যু
সাতক্ষীরার তালা উপজেলায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে শাহিনুর ইসলাম (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। এ সময় ৯টি গরুও মারা যায়।
শনিবার (১৩ আগস্ট) রাতে উপজেলার সাতক্ষীরা-খুলনা মহাসড়কের সুভাষিনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক শাহিনুর মোড়ল ওই উপজেলার লাউতাড়া গ্রামের হায়দার আলীর ছেলে। তবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
প্রতক্ষ্যদর্শীরা জানান, শনিবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের (ঢাকা মেট্রো-ব- ১৫-৮৭৯৯) একটি বাস সাতক্ষীরার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি মাল বোঝাই ট্রাক (যশোর ট-১১-৩০৪৪) খুলনা অভিমুখে যাচ্ছিল। একই সময়ে পেছন দিক থেকে আরেকটি গরুভর্তি ট্রাক (যশোর ট-১১-২৬৩৯) ওভার টেকের চেষ্টা করলে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের চালক শাহিনুর মোড়ল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
তারা আরও বলেন, ঘটনাস্থলেই ৯টি গরুর মৃত্যু হয়। গরুগুলোকে সাতক্ষীরা, তালা ও পাটকেলঘাটা এলাকা থেকে পটুয়াখালী জেলার বাউফল এলাকায় নিয়ে যাচ্ছিল ব্যাপারীরা।
দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন চুকনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান। তিনি বলেন, বাস ও ট্রাক তাদের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসআইএইচ